গাফিলতির অভিযোগ এবার সরকারি হাসপাতালের বিরুদ্ধে

বেসরকারি হাসপাতালের কাজকর্ম নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল রাজ্য। স্বয়ং মুখ্যমন্ত্রী টাউন হলে বেসরকারি হাসপাতালের কর্তাব্যক্তিদের নিয়ে মিটিং করেন। রীতিমতো ধমক দেন। আবার বুঝিয়েও বলেন। এবার এসবের মাঝেই গাফিলতির অভিযোগ একেবারে সরকারি হাসপাতালের বিরুদ্ধে। বিনা চিকিত্সাএয় রোগী মৃত্যুর অভিযোগ তুলল পরিবার।

Updated By: Feb 27, 2017, 05:38 PM IST
গাফিলতির অভিযোগ এবার সরকারি হাসপাতালের বিরুদ্ধে

ওয়েব ডেস্ক: বেসরকারি হাসপাতালের কাজকর্ম নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল রাজ্য। স্বয়ং মুখ্যমন্ত্রী টাউন হলে বেসরকারি হাসপাতালের কর্তাব্যক্তিদের নিয়ে মিটিং করেন। রীতিমতো ধমক দেন। আবার বুঝিয়েও বলেন। এবার এসবের মাঝেই গাফিলতির অভিযোগ একেবারে সরকারি হাসপাতালের বিরুদ্ধে। বিনা চিকিত্সাএয় রোগী মৃত্যুর অভিযোগ তুলল পরিবার।

আরও পড়ুন সঞ্জয় রায়ের মৃত্যুর ঘটনায় তদন্তে নামল কলকাতা পুলিস

রবিবার গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয় সতেরো বছরের সুখেন দাসকে। বাড়ি কাশীনগরে। পরিবারের অভিযোগ, সুখেনকে যখন ভর্তি করা হয় তখন হাসপাতালে কোনও ডাক্তারই ছিলেন না। রবিবার ডাক্তার থাকেই না। নার্স নাকি একটি ইঞ্জেকশন দেন। ভোর পাঁচটায় ডাক্তার এসে সুখেনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  চিঠিতে জলজ্যান্ত রোগীকে মৃত বানাল খোদ মেডিক্যাল কাউন্সিল!

.