আত্মহত্যা নয়, মনীশ রঞ্জনকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের
যাদবপুরে ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারের ছাত্র মণীশ রঞ্জনকে খুন করা হয়েছে। অভিযোগ তাঁর পরিবারের।
Updated By: Aug 6, 2014, 12:54 PM IST
![আত্মহত্যা নয়, মনীশ রঞ্জনকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের আত্মহত্যা নয়, মনীশ রঞ্জনকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/08/06/27679-manishranjan.jpg)
কলকাতা: যাদবপুরে ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারের ছাত্র মণীশ রঞ্জনকে খুন করা হয়েছে। অভিযোগ তাঁর পরিবারের।
মণীশের বাঁ হাত, পেট এবং পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর পরিবারের অভিযোগ, খুন করে মণীশ রঞ্জনকে ঝুলিয়ে দেওয়া হয়। খুনের ঘটনা ধামাচাপা দিতে আত্মহত্যার তত্ত্ব খাড়া করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ময়নাতদন্তেও সত্য উঠে আসবে বলে দাবি মণীশ রঞ্জনের পরিবারের।
আজ সকালেই সল্টলেকের বেসরকারি হাসপাতাল থেকে আরজি কর হাসপাতালে ময়নাতদন্তের জন্য ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ পাঠানো হয়। গতকাল হস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পান সহপাঠীরা। মণীশ রঞ্জনের সহপাঠীরা জানিয়েছেন, চাকরি নিয়ে বেশ কিছুদিন ধরে হতাশায় ভুগছিলেন তিনি।