মায়ের কাছে রাত কাটাবে ঐশ্বর্যা-অভিজ্ঞান

ঐশ্বর্যা-অভিজ্ঞানের হেফাজত নিয়ে আগামিকাল চূড়ান্ত রায় দেবে হাইকোর্ট। তার আগে আজ রাতে ওই দুই শিশুকে তাদের মায়ের কাছেই রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। আজ হাইকোর্টে মা সাগরিকা ভট্টাচার্য এবং শিশুদের কাকা অরুণাভাস ভট্টাচার্যকে সামনে বসিয়ে শিশুদের বক্তব্য শোনেন বিচারপতি।

Updated By: Jan 9, 2013, 08:21 PM IST

ঐশ্বর্যা-অভিজ্ঞানের হেফাজত নিয়ে আগামিকাল চূড়ান্ত রায় দেবে হাইকোর্ট। তার আগে আজ রাতে ওই দুই শিশুকে তাদের মায়ের কাছেই রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। আজ হাইকোর্টে মা সাগরিকা ভট্টাচার্য এবং শিশুদের কাকা অরুণাভাস ভট্টাচার্যকে সামনে বসিয়ে শিশুদের বক্তব্য শোনেন বিচারপতি।
নরওয়ে থেকে ফেরার পর দুই সন্তান ঐশ্বর্য-অভিজ্ঞানকে হেফাজতে পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মা সাগরিকা ভট্টাচার্য। মঙ্গলবার ছিল ওই মামলার শুনানি। কিন্তু হাইকোর্টে হাজির হয়ে, শিশুদের কাকা অরুণাভাস ভট্টাচার্য জানান, শিশুদুটিকে তাঁর হেফাজত থেকে নিয়ে গেছে বর্ধমানের চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। সঙ্গে ছিলেন মা সাগরিকা এবং কুলটি থানার পুলিস।
এ ঘটনা জানার পর, শিশুদুটিকে রাতের মধ্যেই কাকা অরুণাভাস ভট্টাচার্যের কাছে ফেরানোর নির্দেশ দেন বিচারপতি দীপঙ্কর দত্ত। সে নিয়ে কুলটি থানার পুলিসের কাছে রিপোর্টও চাওয়া হয়। বুধবার আদালতে কুলটি থানার পুলিস রিপোর্টে জানায়, সারারাত খুঁজেও পাওয়া যায়নি মা ও শিশুদের। এ দিনই ফের বেলা ১২টার মধ্যে শিশুদের নিয়ে সাগরিকাকে আদালতে হাজির করানোর নির্দেশ দেন বিচারপতি।
এরপর তাঁর আইনজীবীর মধ্যস্থতায় দুই শিশু সহ সাগরিকা ভট্টাচার্য আদালতে হাজির হলে ফের শুরু হয় শুনানি। সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং অন্য মামলার আইনজীবীদের আদালত কক্ষ থেকে বের করে শুনানি চলে। এরপর শিশুদের মা এবং কাকার উপস্থিতিতে বিচারপতি নিজের চেম্বারে ঐশ্বর্যা এবং অভিজ্ঞানের বক্তব্য শোনেন। ফের আদালত বসলে, বিচারপতি জানিয়ে দেন, বৃহস্পতিবারই মামলার চূড়ান্ত রায় দেবেন তিনি।

.