মহার্ঘ জ্বালানি! এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম বাড়ল ৭৬ টাকা

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে গ্যাসের দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।

Updated By: Nov 1, 2019, 07:18 AM IST
মহার্ঘ জ্বালানি! এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম বাড়ল ৭৬ টাকা

নিজস্ব প্রতিবেদন : এক ধাক্কায় ফের অনেকটা দাম বাড়ল রান্নার গ্যাসের। আজ থেকে কলকাতায়  ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৭৬ টাকা করে বাড়ল। ফলে সিলিন্ডার প্রতি LPG-এর নতুন দাম হল ৭০৬ টাকা। অক্টোবরে যার দাম ছিল ৬৩০ টাকা। শুক্রবার মধ্যরাত থেকেই বর্ধিত দাম কার্যকর হয়েছে।

পুজোর আগে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে গ্যাসের দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এই বর্ধিত দাম শুধুমাত্র ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রেই প্রযোজ্য৷ তবে যে সকল গ্রাহক রান্নার গ্যাসে ভর্তুকি পেয়ে থাকেন, তাঁরা এখন সিলিন্ডার কিনলে কত টাকা ভর্তুকি পাবেন সে বিষয়ে অবশ্য স্পষ্ট কিছু জানানো হয়নি।

আরও পড়ুন - দুর্গা মায়ের বিসর্জনে বাধা দিচ্ছে বিজেপি, পুজো করব না? ছটপুজো হবে না? তোপ মমতার

.