ইনফোসিসকে এসইজেড নয়: শিল্পমন্ত্রী

ইনফোসিসকে এসইজেড নয়। বেঙ্গালুরুতে সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠকের পর একথা স্পষ্ট করে দিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার পরিবর্তে করে ছাড় দেওয়ার বিকল্প প্রস্তাব রেখেছে রাজ্য। বৈঠকের পর শিল্পমন্ত্রীর দাবি, রাজারহাটে ইনফোসিসের প্রকল্প নিয়ে অনিশ্চয়তা কাটছে।

Updated By: Sep 6, 2012, 02:09 PM IST

ইনফোসিসকে এসইজেড নয়। বেঙ্গালুরুতে সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠকের পর একথা স্পষ্ট করে দিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার পরিবর্তে করে ছাড় দেওয়ার বিকল্প প্রস্তাব রেখেছে রাজ্য। বৈঠকের পর শিল্পমন্ত্রীর দাবি, রাজারহাটে ইনফোসিসের প্রকল্প নিয়ে অনিশ্চয়তা কাটছে।
ইনফোসিস কর্তাদের সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন শিল্পমন্ত্রী। তাঁর মতে ইনফোসিস রাজ্যে কাজ করতে আগ্রহী। কিছুদিন আগে জমির দখলিস্বত্ত্ব চেয়ে রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছিল ইনফোসিস। এরপরই বেঙ্গালুরুতে যান শিল্পমন্ত্রী। এসইজেড ছাড়া অন্য কোনও বিজনেস মডিউলে ইনফোসিস আগ্রহী কি না তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি সাপুরজি পালনজি গোষ্ঠীর যে জমি রয়েছে, সেখানে প্রকল্প গড়ে তোলা যায় কিনা সেবিষয়েও কথা হয়েছে বলে ইঙ্গিত দেন শিল্পমন্ত্রী। যদিও পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তবেই এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

.