Mamata Banerjee: গাফিলতি বরদাস্ত নয়! 'পয়সা দিলাম আর মেলা করলাম, চলবে না' আধিকারিকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
করোনার কারণে রাজস্ব আদায় অনেকটা কমেছে
নিজস্ব প্রতিবেদন: তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবার রাজ্যের সমস্ত স্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন:
- CMO গ্রিভান্স দেখতে গিয়ে দেখেছি উপর তলার অফিসাররা কাজ ঠেলছেন। নীচু তলার কাছে পাঠিয়ে দিচ্ছেন। এটা চরম অবহেলা। চলবে না: মমতা
- সরকারি কাজে গাফিলতি বরদাস্ত নয়। কাজের নিরিখে কিছু জেলা পিছিয়ে। বীরভূম, পুরুলিয়া-সহ কিছু জেলা পিছিয়ে: মমতা
- শুধু পয়সা দিলাম আর মেলা করলাম, এ ভাবে চলবে না। কাজ করতে হবে: মমতা
- তিন বছরে কোভিড অনেকটা পিছিয়ে দিয়েছে। রাজ্যে ৯৫ শতাংশ প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭২ শতাংশ মানুষকে: মমতা
- করোনার কারণে রাজস্ব আদায় অনেকটা কমেছে। কেন্দ্রের থেকে রাজ্যের ৯০ হাজার কোটিরও বেশি পাওনা আছে। এখনও সেই টাকা পাইনি: মমতা
- এবার ১৮টি পরিষেবা ছাড়াও 'দুয়ারে সরকার' ক্য়াম্পে আরও ৬টি পরিষেবা যুক্ত করা হয়েছে। মোট ২৪ টি পরিষেবার আবেদন নেওয়া হবে। ১৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত আবার 'দুয়ারে সরকার' ক্য়াম্প হবে: মমতা
- যাঁরা দ্বিতীয় ডোজ নেয়নি, দুয়ারে সরকার ক্যাম্পের সময় প্রয়োজনে তাঁদের বাড়িতে গিয়ে টিকা দিতে হবে: মমতা
- স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য ১ লক্ষ ১৪ হাজার আবেদন জমা পড়েছে: মমতা
- ব্যাঙ্কগুলো সহযোগিতা করছে না। কো-অপারেটিভ ব্যাঙ্কগুলোকে যুক্ত করার কথা বলা হয়েছিল। সেটাও ঠিকমতো হচ্ছে না। ব্যাঙ্কগুলো কি দয়া করছে? না কি রাজনৈতিক ভাবে ওদেরকে বারণ করা হয়েছে: মমতা
- দুয়ারে রেশন প্রায় সব ডিলারই করছে: মমতা
- কেন্দ্রীয় সরকারের থেকে রাজ্যের পাওনা প্রায় ৯০ হাজার কোটি টাকা। আমরা এখনও পাইনি: মমতা
- রোজগার কম হচ্ছে। তাই কোনও প্রয়োজনীয় প্রকল্প ছাড়া এবং অর্থ দফতর ও মুখ্যসচিবের অনুমতি ছাড়া যেন কোনও নতুন প্রকল্প না নেওয়া হয়: মমতা
- সিএম গ্রিভ্যান্স সেলে ৯ লক্ষ ২৪ হাজারর বেশি অভিযোগ পেয়েছি। এর মধ্যে ৯ লক্ষ ২২ হাজার মেটানো হয়েছে: মমতা
- পঞ্চায়েত দফতর কে আর একটু সচল হতে হবে: মমতা
- গত দুই বছরে ২০ লক্ষ বাড়ি তৈরির লক্ষ মাত্রা ধরা হয়েছিল। যার মধ্যে ১৪ লক্ষ হয়ে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমানে বাড়ি তৈরির কাজ এখনও কিছুটা বাকি রয়েছে। কেন রয়েছে: মমতা
-
পেট্রাপোল, হিলি, চ্যাংড়াবান্দা, ঘোজাডাঙ্গা প্রভৃতি যেসব সীমান্ত রয়েছে, সেখানকার বিষয়টি দেখার জন্য পরিবহন দফতরকে দেওয়া হচ্ছে। কারণ ওখান থেকে সরকারের যে রোজগার হওয়া উচিত সেটা হয় না। কিছু লোক এবং কিছু আধিকারিকদের জন্য এই রোজগার সরকার পাচ্ছে না। ৭ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত পুরসভা যেন এনওসি দিয়ে দেয়। পার্কিং লট তৈরি করার জন্য জমি প্রয়োজন। সেই জমির এনওসি: মমতা
-
কিছু কিছু প্রিন্সিপাল সেক্রেটারি অনেক বেশি কাজ করেন। কিন্তু কিছু কিছু একদম কাজ করেন না: মমতা
-
কন্যাশ্রী প্রকল্পের কাজ কেন পিছিয়ে রয়েছে। এটা তো ধারবাহিক প্রকল্প। ভোটের কারণে এটার টাকা দেওয়া তো আটকে থাকতে পারে না: মমতা
-
প্রতি মাসের বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, পেনশন যেন সেই মাসের ১০ তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্কে পৌঁছে যায়: মমতা
-
তাজপুর সমুদ্র বন্দর এলাকায় আলাদা থানা করার জন্য ডিজি এবং জেলাশাসককে নির্দেশ মুখ্যমন্ত্রীর: মমতা
আরও পড়ুন: Municipal Election 2022: ২৭ ফেব্রুয়ারি পুরভোটের বিজ্ঞপ্তি জারি কমিশনের, উল্লেখ নেই গণনার দিনের