পুজোর দিনে কলকাতায় চলবে না অটো, থাকবে অতিরিক্ত বাস

পুজোর দিনগুলোয় কলকাতা এবং আশপাশের এলাকার বড় রাস্তায় অটো চালানো যাবে না। অটো চলবে শুধুমাত্র গলি পথে। এমনটাই নির্দেশ পরিবহন দফতরের। পঞ্চমীর বিকেল পাঁচটা থেকে বিসর্জনের শেষ দিন, অর্থাত ৯ থেকে ১৭ ই অক্টোবর পর্যন্ত এই নির্দেশ বলবত্‍ থাকবে। আজ মহাকরণে পরিবহন দফতরের এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী মদন মিত্র।

Updated By: Oct 5, 2013, 07:09 PM IST

পুজোর দিনগুলোয় কলকাতা এবং আশপাশের এলাকার বড় রাস্তায় অটো চালানো যাবে না। অটো চলবে শুধুমাত্র গলি পথে। এমনটাই নির্দেশ পরিবহন দফতরের। পঞ্চমীর বিকেল পাঁচটা থেকে বিসর্জনের শেষ দিন, অর্থাত ৯ থেকে ১৭ ই অক্টোবর পর্যন্ত এই নির্দেশ বলবত্‍ থাকবে। আজ মহাকরণে পরিবহন দফতরের এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী মদন মিত্র।
পুজোর সময় বাড়তি সরকারি বাস চালাবে পরিবহণ দফতর। আজ একথা জানিয়েছেন পরিবহণমন্ত্রী মদন মিত্র।

.