Fraud: ভুয়ো কল সেন্টারের ফাঁদ, লক্ষাধিক টাকা প্রতারণা, নিউটাউনে গ্রেফতার ১৪

নিউটাউনের আকাঙ্খা মোড়ের কাছে একটি বিল্ডিংয়ে অফিস খুলে মানুষকে প্রতারণা করা হচ্ছিল। 

Updated By: Mar 31, 2022, 07:44 PM IST
Fraud: ভুয়ো কল সেন্টারের ফাঁদ, লক্ষাধিক টাকা প্রতারণা, নিউটাউনে গ্রেফতার ১৪

নিজস্ব প্রতিবেদন: মোবাইল টাওয়ার বসানোর নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা। পাশাপাশি, মেয়াদ উত্তীর্ণ বিমার টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও প্রতারণার অভিযোগ। অভিযোগের ভিত্তিতে মহিলা সহ ১৪ জনকে গ্রেফতার করল সাইবার ক্রাইম থানার পুলিস। 

পুলিস সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে সাইবার ক্রাইম থানার পুলিসের কাছে  খবর আসছিল যে নিউটাউনের আকাঙ্খা মোড়ের কাছে একটি বিল্ডিংয়ে অফিস খুলে মানুষকে প্রতারণা করা হচ্ছে। সেই মত সাইবার ক্রাইম থানার পুলিস সেই  অফিসে হানা দেয়। সেই অফিস থেকে গ্রেফতার হয় মহিলা সহ ১৪ জন। 

অভিযোগ, বিভিন্ন ভুয়ো কল সেন্টার খুলে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলত এই সংস্থা। ওই অফিস থেকে মানুষকে ফোন করে মোবাইলের টাওয়ার বসানোর নাম করে ও মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া বিমার টাকা পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করা হত। এভাবে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে ওই সংস্থা। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস।

আরও পড়ুন, KMDA-র জমি দখল নিয়ে শাসকদলে গোষ্ঠীকোন্দল? হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা TMC কর্মীর

HS 2022: 'এবার উচ্চমাধ্যমিকে বিশেষ পর্যবেক্ষক, প্রথম ঘণ্টায় যাওযা যাবে না শৌচাগারে'

Kidnap: কথা পাকা হতেই বাড়িতে ডাকে 'কাজের মাসি', উত্তরবঙ্গের বাসিন্দার তারপরের অভিজ্ঞতা ভয়ঙ্কর!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.