বিধানগর কমিশনারেট এলাকায় সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত মালবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি
স্কুলবাস-লরি দুর্ঘটনার জেরে বিধাননগর কমিশনারেট এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করল পুলিস। বিধানগর কমিশনারেট এলাকায় সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত মালবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এর সরাসরি প্রভাব পড়তে চলছে বিমানবন্দরের মাল পরিবহনে।
ওয়েব ডেস্ক: স্কুলবাস-লরি দুর্ঘটনার জেরে বিধাননগর কমিশনারেট এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করল পুলিস। বিধানগর কমিশনারেট এলাকায় সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত মালবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এর সরাসরি প্রভাব পড়তে চলছে বিমানবন্দরের মাল পরিবহনে।
আরও পড়ুন- আজকের ধর্মঘটে রাজ্য দেখল গান্ধীগিরি বনাম দাদাগিরি!
কলকাতা থেকে দুটি বিমানে প্রতিদিন মধ্যপ্রাচ্যে তথা ভিন রাজ্যে বিমানের মাধ্যমে মাল সরবরাহ করা হয়। পণ্যবাহী যান নিয়ন্ত্রণের ফলে সঠিক সময়ে বিমানবন্দরে মাল পৌছাবে না। এর ফলে বহু টাকার রাজস্ব হাতছাড়া হতে চলেছে সরকারের। এনিয়ে উদ্বেগ প্রকাশ একাধিক বিমান সংস্থা। যদিও পুলিস কমিশনারেট জানিয়েছেন সবার আগে এলাকার মানুষের নিরাপত্তাই বিবেচনা করা হচ্ছে।