পর্যটকদের নতুন ডেস্টিনেশন ইকো পার্ক

এরাজ্য তো বটেই, ভিনরাজ্য এমনকি দেশ-বিদেশের পর্যটকদের ডেস্টিনেশন এখন ইকো পার্ক। এর মধ্যেই রয়েছে ক্যাফে একান্ত। জলাশয়ের ওপরে তৈরি এই ক্যাফেটেরিয়ায় বসে কফি খাওয়ার আমেজই আলাদা। তৈরি হয়েছে মাদার ওয়াক্স মিউজিয়াম। তথ্য বলছে, দেশের মধ্যে এমন মিউজিয়াম এই প্রথম।  

Updated By: Feb 20, 2016, 06:21 PM IST
পর্যটকদের নতুন ডেস্টিনেশন ইকো পার্ক

ওয়েব ডেস্ক: এরাজ্য তো বটেই, ভিনরাজ্য এমনকি দেশ-বিদেশের পর্যটকদের ডেস্টিনেশন এখন ইকো পার্ক। এর মধ্যেই রয়েছে ক্যাফে একান্ত। জলাশয়ের ওপরে তৈরি এই ক্যাফেটেরিয়ায় বসে কফি খাওয়ার আমেজই আলাদা। তৈরি হয়েছে মাদার ওয়াক্স মিউজিয়াম। তথ্য বলছে, দেশের মধ্যে এমন মিউজিয়াম এই প্রথম।  
শহরের পূর্বদিকে ৫০০ একর জমির উপর তৈরি হয়েছে ইকো পার্ক। পার্ক ঘিরে রয়েছে নানা দুর্মূল্য গাছ, ৪৩ রকমের ঘাস। ৪৫০ রকমের প্রজাপতি নিয়ে বাটারফ্লাই গার্ডেন।
এর পাশেই ১০০ একর বিস্তৃত জলাশয়। জলাশয়ের উপর তৈরি ক্যাফেতে একান্তে নৌকায় বসেই কফির আমেজ। থাকার জন্য ২০ টি বাতানুকূল কটেজও রয়েছে। পাশেই মাদাম তুসোর অনুকরণে মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম। ভারতে প্রথম। কলকাতায় বেড়াতে আসা পর্যটকদের জন্য নতুন আকর্ষণ। কলকাতার এইদিক সেজেগুজে তৈরি। আপনি আসছেন তো!

 

.