প্রেসিডেন্সি ও বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যের জন্য সার্চ কমিটির বিজ্ঞপ্তি দিল রাজ্য সরকার

প্রেসিডেন্সি ও বাঁকুড়া। একই দিনে দুই বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। প্রেসিডেন্সির জন্য গঠিত কমিটির সকলেই এ রাজ্যের বাইরের শিক্ষাবিদ। যদিও, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত কমিটির সদস্যরা প্রত্যেকেই এ রাজ্যের। প্রশ্ন উঠছে, প্রেসিডেন্সি ও বাঁকুড়া, নামের তারতম্যের জন্যই কি এই বৈষম্য? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মালবিকা সরকারের মেয়াদ শেষের আগেই স্থায়ী উপাচার্যের নাম চূড়ান্ত করতে চায় রাজ্য সরকার। এ জন্য, সার্চ কমিটি গঠন করেছে উচ্চশিক্ষা দফতর।

Updated By: Jan 21, 2014, 04:49 PM IST

প্রেসিডেন্সি ও বাঁকুড়া। একই দিনে দুই বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। প্রেসিডেন্সির জন্য গঠিত কমিটির সকলেই এ রাজ্যের বাইরের শিক্ষাবিদ। যদিও, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত কমিটির সদস্যরা প্রত্যেকেই এ রাজ্যের। প্রশ্ন উঠছে, প্রেসিডেন্সি ও বাঁকুড়া, নামের তারতম্যের জন্যই কি এই বৈষম্য? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মালবিকা সরকারের মেয়াদ শেষের আগেই স্থায়ী উপাচার্যের নাম চূড়ান্ত করতে চায় রাজ্য সরকার। এ জন্য, সার্চ কমিটি গঠন করেছে উচ্চশিক্ষা দফতর।

তিন সদস্যের কমিটিতে রয়েছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বেদ প্রকাশ। হাভার্ডের অধ্যাপক সুগত বসু এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকও রয়েছেন এই কমিটিতে।

সোমবার, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের জন্যও তিন সদস্যের সার্চ কমিটি গঠনের কথা ঘোষণা করেছে উচ্চশিক্ষা দফতর। কমিটিতে রয়েছেন,

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মৃতিকুমার সরকার। যাদবপুরের অস্থায়ী উপাচার্য অভিজিত চক্রবর্তী এবং
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী।

প্রেসিডেন্সির জন্য গঠিত সার্চ কমিটির সদস্যদের সকলেই রাজ্যের বাইরের। প্রশ্ন উঠছে,তবে কি এ রাজ্যের শিক্ষাবিদদের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাইয়ের যোগ্যতা নেই? আর তাই যদি হয় তাহলে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য গঠিত কমিটির সকলেই কেন এ রাজ্যের?

পিছিয়ে পড়া জেলা বাঁকুড়ার ছাত্রছাত্রীদের আরও বেশি করে উচ্চশিক্ষার আঙিনায় নিয়ে আসতে ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওপর চাপ কমাতে বিধানসভায় পাশ হয়েছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় বিল। যদিও, উপাচার্য নিয়োগের জন্য যে ভাবে সার্চ কমিটি গঠন করা হয়েছে তা থেকেই স্পষ্ট প্রেসিডেন্সিকে যে চোখে দেখা হচ্ছে, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়কে সেই চোখে দেখছে না রাজ্য সরকার। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উতকর্ষ বাড়ানোর পাশাপাশি অন্য বিশ্ববিদ্যালয়গুলিকেও গুরুত্ব দেওয়ার কথা বলেছেন খোদ রাজ্যপাল। যদিও, বাঁকুড়া ও প্রেসিডেন্সির জন্য গঠিত সার্চ কমিটির চেহারা দেখেই বোঝা যাচ্ছে এ বিষয়ে মোটেই হেলদোল নেই রাজ্য সরকারের।

.