স্বাধীকারের প্রশ্নে আপষহীন নয়, সমঝোতাপন্থী, ইঙ্গিতে বোঝালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের নয়া সহ উপাচার্য
স্বাধীকারের প্রশ্নে অপোষহীন মনোভাব নয়। সমঝোতার পথে হেঁটেই বিশ্ববিদ্যালয় পরিচালনার ইঙ্গিত দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন সহ উপাচার্য। সোমবার অন্তর্বর্তী কালীন সহ উপাচার্য পদে দায়িত্ব নিয়েছেন স্বাগত সেন। স্বাধিকার প্রসঙ্গে নবনিযুক্ত সহ-উপাচার্যের বক্তব্য, তাঁর অধিকারও অন্যের দ্বারা সীমাবদ্ধ।কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন সহ উপাচার্য (শিক্ষা) হলেন স্বাগত সেন। বাণিজ্য বিভাগের এই অধ্যাপক সোমবারই তাঁর দায়িত্ব নেন। দায়িত্ব নিয়ে উপাচার্য সুগত মার্জিত বলেছিলেন, তিনি সরকারেরই লোক। কিছুটা এক সুরেই নবনিযুক্ত সহ উপাচার্যের দাবি, তাঁর অধিকার অন্যের দ্বারা সীমাবদ্ধ।
ব্যুরো: স্বাধীকারের প্রশ্নে অপোষহীন মনোভাব নয়। সমঝোতার পথে হেঁটেই বিশ্ববিদ্যালয় পরিচালনার ইঙ্গিত দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন সহ উপাচার্য। সোমবার অন্তর্বর্তী কালীন সহ উপাচার্য পদে দায়িত্ব নিয়েছেন স্বাগত সেন। স্বাধিকার প্রসঙ্গে নবনিযুক্ত সহ-উপাচার্যের বক্তব্য, তাঁর অধিকারও অন্যের দ্বারা সীমাবদ্ধ।কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন সহ উপাচার্য (শিক্ষা) হলেন স্বাগত সেন। বাণিজ্য বিভাগের এই অধ্যাপক সোমবারই তাঁর দায়িত্ব নেন। দায়িত্ব নিয়ে উপাচার্য সুগত মার্জিত বলেছিলেন, তিনি সরকারেরই লোক। কিছুটা এক সুরেই নবনিযুক্ত সহ উপাচার্যের দাবি, তাঁর অধিকার অন্যের দ্বারা সীমাবদ্ধ।
সহ উপাচার্যের বক্তব্যেই স্বাধিকার প্রশ্নে সমঝোতার ইঙ্গিত স্পষ্ট। একসময়ে স্বাগত সেনের বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলেছিল অধ্যাপক সংগঠন কুটা। সোমবার দায়িত্ব নেওয়ার পর কুটার তরফে তাঁকে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। স্বাগত সেনের দাবি, এর থেকেই স্পষ্ট পক্ষপাতের যে অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হয়েছিল, তা ভুল।
গত পয়লা এপ্রিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিগ্রহের ঘটনায় তদন্ত কমিটির সদস্য স্বাগত সেন। সেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার আর পক্ষপাতী নন তিনি। তাঁর বক্তব্য, অভিযুক্ত ছাত্ররা ক্ষমা চেয়ে নেওয়ায় তদন্ত আর চালিয়ে যাওয়া অর্থহীন।