তৃণমূলের 'জাগো বাংলা'র পাল্টা কি তবে মুকুল রায়ের 'খোলা হাওয়া'?

তৃণমূলের জাগো বাংলার পাল্টা কি তবে মুকুল রায়ের  খোলা হাওয়া? মহালয়ায় মুকুল রায়ের উপস্থিতিতে নতুন পাক্ষিক প্রকাশ সেই জল্পনাটাই উস্কে দিল। প্রতি

Updated By: Oct 12, 2015, 09:19 PM IST
তৃণমূলের 'জাগো বাংলা'র পাল্টা কি তবে মুকুল রায়ের  'খোলা হাওয়া'?

ওয়েব ডেস্ক: তৃণমূলের জাগো বাংলার পাল্টা কি তবে মুকুল রায়ের  খোলা হাওয়া? মহালয়ায় মুকুল রায়ের উপস্থিতিতে নতুন পাক্ষিক প্রকাশ সেই জল্পনাটাই উস্কে দিল। প্রতি

মহলয়ায় জাগো বাংলার পুজো বার্ষিকীর উদ্বোধন করেন তৃণমূল নেত্রী। সেই অনুষ্ঠানেরই মেজাজটা যেন ধরা পড়ল খোলা হাওয়ার আত্মপ্রকাশ অনুষ্ঠান।
রাজনৈতিক দলের মুখপত্রের অনুষ্ঠান। অথচ সেই মঞ্চে রয়েছেন সমাজের বিভিন্ন স্তর থেকে আসা মানুষ। মহলয়ার জাগো বাংলার পুজো বার্ষিকী প্রকাশের এই অনুষ্ঠানের আগেই

অনেকটা একই রকম ছবি দেখা গেল ভারতীয় ভাষা পরিষদের মঞ্চে।
এটাও মহালয়ায় আরও একটি ম্যাগাজিনের অনুষ্ঠান। নাম খোলা হাওয়া। সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে আসা বেশ কিছু বিশিষ্টদের নিয়ে সেই মঞ্চেই উপস্থিত মুকুল রায়। হঠাত্‍

সবাই একসঙ্গে খোলা হাওয়ার ছাতার তলায় কেন? উত্তর মিলল মঞ্চে জড়ো হওয়া মানুষের কথা থেকেই।
একসময় জাগো বাংলা চালিয়ে আসা মুকুল রায়ই কী তবে বকলমে এই ম্যাগাজিন প্রকাশ করছেন নিজের ভবিষ্যত দলের মুখপত্র হিসেবে? এই প্রশ্নের উত্তর কিন্তু নিজস্ব

স্টাইলেই এড়িয়ে যান মুকুল। বলেন, ক্রিজে রয়েছেন তিনি। কারণ, তিনি যে এখনও তৃণমূলের রাজ্যসভার সাংসদ।
মুকুলের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অমিতাভ মজুমদার আয়োজন করেছিলেন এই সাহিত্য সন্ধ্যার। এ মাসের শেষেই নির্বাচন কমিশন থেকে মান্যতা পাওয়ার কথা তাঁর দল

জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসের। অনেকেই মনে করছেন আড়ালে থাকলেও সেই দলের চালক আসলে মুকুল রায়ই। এবারে কি তবে মুখপত্র প্রকাশ করে বিশিষ্টজন এবং

রাজনীতিকদের একাংশকে কাছে পেতে চাইছেন মুকুল? জল্পনাটা থেকে যাচ্ছে।

.