উত্তর নেই জমিজটের, তাও ঘোষিত রাজ্যের নয়া শিল্পনীতি
ঘোষিত হল রাজ্যের নতুন শিল্পনীতি। কিন্তু ফয়সলা হল না জমি জটের। তবে বিনিয়োগ টানতে শিল্পপতিদের একাধিক কর ছাড়ের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের কটাক্ষ, এই নীতিতে আর যাই হোক, বিনিয়োগ আসবে না।জমি জটের কারণে রাজ্যে কার্যত থমকে রয়েছে শিল্পায়ন প্রক্রিয়া। তার মধ্যেই আবার মাথার ওপর আর্থিক মন্দার মেঘ। এর মধ্যেই নতুন শিল্পনীতি ঘোষণা করল রাজ্য সরকার।
ঘোষিত হল রাজ্যের নতুন শিল্পনীতি। কিন্তু ফয়সলা হল না জমি জটের। তবে বিনিয়োগ টানতে শিল্পপতিদের একাধিক কর ছাড়ের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের কটাক্ষ, এই নীতিতে আর যাই হোক, বিনিয়োগ আসবে না।জমি জটের কারণে রাজ্যে কার্যত থমকে রয়েছে শিল্পায়ন প্রক্রিয়া। তার মধ্যেই আবার মাথার ওপর আর্থিক মন্দার মেঘ। এর মধ্যেই নতুন শিল্পনীতি ঘোষণা করল রাজ্য সরকার।
বিনিয়োগে খরা কাটাতে শিল্পপতিদের বিভিন্ন সুবিধা দেওয়ার কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর আশ্বাস, নতুন নীতিতে পাঁচ বছরে ৬৬ লক্ষ লোকের কর্মসংস্থান হবে।
তবে বড় শিল্প করতে জমি কীভাবে পাওয়া যাবে, তা বলা নেই নতুন শিল্পনীতিতে।