বইমেলায় প্রকাশিত বুদ্ধদেব ভট্টাচার্যের নতুন বই
এবার বই মেলায় আত্মপ্রকাশ করল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নতুন বই। অনেকগুলি প্রবন্ধ মিলিয়ে একটি বই। মূলত রাজনৈতিক নানা ইস্যুর সমাহার। বিশ্লেষণের ঢঙে অতীত-বর্তমানকে নিয়ে কাঁটাছেঁড়া। দেদার বিকোচ্ছেও সেই বই।
![বইমেলায় প্রকাশিত বুদ্ধদেব ভট্টাচার্যের নতুন বই বইমেলায় প্রকাশিত বুদ্ধদেব ভট্টাচার্যের নতুন বই](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/02/07/34553-budhha.jpg)
ব্যুরো: এবার বই মেলায় আত্মপ্রকাশ করল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নতুন বই। অনেকগুলি প্রবন্ধ মিলিয়ে একটি বই। মূলত রাজনৈতিক নানা ইস্যুর সমাহার। বিশ্লেষণের ঢঙে অতীত-বর্তমানকে নিয়ে কাঁটাছেঁড়া। দেদার বিকোচ্ছেও সেই বই।
বইয়ের প্রথম অনুচ্ছেদে লেখা, লেখক হিসেবে তাঁর সৃষ্টিশীলতার পরিচয় দিতেই কলম ধরা।
কলম অবশ্য ধরেছিলেন অনেক কাল আগেই। ব্যস্ত থেকেছেন নানা কাজে। কখনও দল, কখনও সরকার। মুখ্যমন্ত্রী থাকাকালীনও সমানে চলেছে কলম।
বইটির প্রকাশক স্ত্রী মীরা ভট্টাচার্য। প্রধান পরিবেশক ন্যাশনাল বুক এজেন্সি
নীতি বা আদর্শের সঙ্গে কোনও আপস নয়। প্রবন্ধগুলির ছত্রে ছত্রে দেওয়া রয়েছে এই বার্তাই।