স্নায়ুর সমস্যার তেমন কোনও উন্নতি নেই সৌমিত্রর, অস্থিরতা রয়েছে

সৌমিত্রবাবুর স্নায়ুর সমস্যা নিয়ে দেশের বহু স্নায়ু বিশেষজ্ঞের সাহায্যে নেওয়া হচ্ছে

Reported By: তন্ময় প্রামাণিক | Updated By: Oct 21, 2020, 10:35 PM IST
স্নায়ুর সমস্যার তেমন কোনও উন্নতি নেই সৌমিত্রর, অস্থিরতা রয়েছে

তন্ময় প্রামাণিক

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মস্তিষ্কের সাড়া দেওয়ার ক্ষমতার তেমন কোনও উন্নতি হয়নি। স্নায়ুর সমস্যার কারণেই এখনও অস্থিরতা রয়েছে। বুধবার সন্ধেয় এমনটাই জানানো হল হাসপাতালের তরফে।

আরও পড়ুন- মমতার নেতৃত্বে আস্থা রেখেছেন, বিমল গুরংয়ের শান্তিবার্তাকে স্বাগত: TMC

হাসপাতালে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, গত দুদিনের মতোই রয়েছেন অভিনেতা। কেন এরকম হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে।  দেহে কোনও সংক্রমণ নেই। সব অঙ্গ ঠিকঠাক কাজ করছে। প্রয়োজনে অক্সিজেন দেওয়া হচ্ছে। হার্ট, লিভার, কিডনি ঠিকঠাক কাজ করছে। দেহের অন্যান্য অঙ্গকে বাইরে থেকে সাপোর্ট দিতে হচ্ছে না। স্টেরয়েডের হাই ডোজ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- রাজ্যে ফের একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার পার, মৃত্যু ৬৪ জনের 

সৌমিত্রবাবুর স্নায়ুর সমস্যা নিয়ে দেশের বহু স্নায়ু বিশেষজ্ঞের সাহায্যে নেওয়া হচ্ছে। বিদেশেও যোগযোগ করা হয়েছে। বর্তমানে তাঁর মূল সমস্যা কোভিড এনসেফ্যালোপ্যাথি। স্নায়ু বিশেষজ্ঞদের মতে এই অবস্থা কোনও কোনও ক্ষেত্রে এক মাস বা তিন মাসও থাকতে পারে। এর জন্যে দীর্ঘ চিকিত্সার প্রয়োজন। এনিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। স্নায়ুর চিকিত্সার জন্য আজ কয়েকটি নতুন ওষুধ চালু করা হয়েছে। কিন্তু উনি তাতে খুব ধীরে সাড়া দিচ্ছেন।

.