নেতাজির জন্মদিনে নাম না-করে কেন্দ্রকে কটাক্ষ মমতার

এদিন নেতাজিকে দেশের নেতা বলে উল্লেখ করে মমতা বলেন, নেতাজি কোনও দলের নয়। আমরা নেতাজির জন্মদিনে ছুটি ঘোষণা করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছি। কিন্তু গোটা দেশে এখনো নেতাজির জন্মদিন ছুটি ঘোষিত হয়নি।' মমতার প্রশ্ন, 'এটুকু সম্মান কি আমরা নেতাজিকে দিতে পারি না। এটা একটা ছোট্ট কাজ। এটুকু সম্মান যাঁরা নেতাজিকে দিতে পারে না তাঁদের কাছ থেকে বেশি কিছু আশা করা ভুল।' বলা বাহুল্য এদিন মুখ্যমন্ত্রীর লক্ষ্য ছিল বিজেপি। 

Updated By: Jan 23, 2018, 05:37 PM IST
নেতাজির জন্মদিনে নাম না-করে কেন্দ্রকে কটাক্ষ মমতার

নিজস্ব প্রতিবেদন: নেতাজির জন্মদিনে রাজ্য সরকারের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে নাম না করে বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে মেয়ো রোডে নেতাজিমূর্তির পাদদেশে ওই অনুষ্ঠানে দেশনেতার অন্তর্ধান রহস্যের যুক্তিনিষ্ঠ সমাধান দাবি করেন তিনি। 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, নেতাজি বাংলা ছাড়ার পর তিনি কোথায় গেলেন, তাঁর কী পরিণতি হল তা জানতে চায় মানুষ। নানাজনে নানা তত্ত্ব বিশ্বাস করলেও কোনও অকাট্য প্রমাণ নেই আমাদের হাতে। আমরা পরবর্তী প্রজন্মের কাছে কী জবাব দেব? তবে এদিনের সভামঞ্চেই মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিপরীত কথা শোনা যায় তৃণমূল সাংসদ সুগত বসুর গলায়। তাইহোকু বিমান দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যু হয়েছে বলে স্পষ্ট করেন তিনি। 

আরও পড়ুন - একে একে সবাই বিজেপির হাত ছাড়বে, কটাক্ষ পার্থর

এদিন নেতাজিকে দেশের নেতা বলে উল্লেখ করে মমতা বলেন, নেতাজি কোনও দলের নয়। আমরা নেতাজির জন্মদিনে ছুটি ঘোষণা করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছি। কিন্তু গোটা দেশে এখনো নেতাজির জন্মদিন ছুটি ঘোষিত হয়নি।' মমতার প্রশ্ন, 'এটুকু সম্মান কি আমরা নেতাজিকে দিতে পারি না। এটা একটা ছোট্ট কাজ। এটুকু সম্মান যাঁরা নেতাজিকে দিতে পারে না তাঁদের কাছ থেকে বেশি কিছু আশা করা ভুল।' বলা বাহুল্য এদিন মুখ্যমন্ত্রীর লক্ষ্য ছিল বিজেপি। 

নেতাজির মস্তিষ্কপ্রসূত যোজনা কমিশন তুলে দেওয়া নিয়েও নাম না করে এদিন বিজেপিকে বেঁধেন তিনি। বলে স্বাধীনতার আগেই কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে ভেবেছিলেন নেতাজি। 

.