নেতাজি মূর্তিতে প্রথম মাল্যদান করলেন বামেরাই

তেইশে জানুয়ারি নেতাজির মূর্তিতে মাল্যদান ঘিরে বিতর্ক এড়াতেই শেষ পর্যন্ত বাম প্রতিনিধি দলকেই জায়গা ছেড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর সওয়া বারোটায়  নেতাজির জন্মক্ষণে বরাবরের মতই রেড রোডে প্রথমে নেতাজির মূর্তিতে মাল্যদান করলেন প্রবীণ ফরওয়ার্ড ব্লক নেতা অশোক ঘোষ।

Updated By: Jan 23, 2012, 01:35 PM IST

তেইশে জানুয়ারি নেতাজির মূর্তিতে মাল্যদান ঘিরে বিতর্ক এড়াতেই শেষ পর্যন্ত বাম প্রতিনিধি দলকেই জায়গা ছেড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর সওয়া বারোটায় নেতাজির জন্মক্ষণে বরাবরের মতই রেড রোডে প্রথমে নেতাজির মূর্তিতে মাল্যদান করলেন প্রবীণ ফরওয়ার্ড ব্লক নেতা অশোক ঘোষ। একে একে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ বাম প্রতিনিধিরা মালা দেওয়ার পর নেতাজির মূর্তিতে মালা দেন মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যেরা। নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটির তরফে আজ দুপুর সওয়া বারোটায় ময়দানে নেতাজির মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার জন্য রাজ্য সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকার দুপুর পৌনে দুটোয় সময় দিয়েছে বলে অভিযোগ করেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সরকারি অনুষ্ঠান শুরু হওয়ার আগেই কার্জন পার্কে উপস্থিত হন বাম নেতৃত্ব। শেষ পর্যন্ত অনুষ্ঠান ঘিরে বিতর্ক এড়াতেই মুখ্যমন্ত্রী বামেদের প্রথমে মালা দেওয়ার জন্য জায়গা ছেড়ে দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

.