Narendra Modi: 'বাংলাকে ১১ কোটি টিকা', মমতার দাবি উড়িয়ে মোদীর 'কোভিড পরিকাঠামো' পরিসংখ্যান পেশ
'আয়ুষ্মান ভারত' প্রকল্পে ১৭ লাখের বেশি ক্যান্সার আক্রান্ত মানুষ উপকৃত হয়েছেন বলেও উল্লেখ করেন মোদী।
নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রী দাবি করেছেন, "আমাদের এখনও ৪০ শতাংশের সেকেন্ড ডোজ হয়নি। বুস্টার ডোজ দেওয়ার আগে তা সম্পূর্ণ করতে হবে।" জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, "বাংলাকে ১১ কোটি টিকা দেওয়া হয়েছে।" একইসঙ্গে এদিন চিত্তরঞ্জন ন্যাশানাল ক্যান্সার ইন্সটিটিউটের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে কেন্দ্রের তরফে বাংলাকে দেওয়া 'কোভিড পরিকাঠামো' পরিসংখ্যানও তুলে ধরলেন মোদী।
কোভিড চিকিত্সায় কী কী দেওয়া হয়েছে বাংলাকে?
মোদী জানালেন,
১) বাংলাকে বিনামূল্যে ১১ কোটি টিকা দেওয়া হয়েছে।
২) ১৫০০-র বেশি ভেন্টিলেটর দেওয়া হয়েছে।
৩) ৯০০-র বেশি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে।
৪) ডাক্তার ও মেডিক্যাল কলেজের সংখ্যা বাড়ানো হচ্ছে।
একইসঙ্গে দেশের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বলেন, ভারত ১৫০ কোটি টিকাকরণের মাইলফলক ছুঁয়েছে। যা নিঃসন্দেহে বিশ্বরেকর্ড। ৯০ শতাংশের বেশি মানুষের টিকাকরণে প্রথম ডোজ হয়েছে। ১৫-১৮ বছরের কিশোর-কিশোরীদেরও টিকাকরণও শুরু হয়েছে। এমনকি, ৫ দিনেই দেড় কোটি কিশোর-কিশোরীর প্রথম ডোজ টিকাকরণ হয়েছে।
এর পাশাপাশি, এদিন CNCI-এর দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধনী অনুষ্ঠানে মোদী ক্যান্সার চিকিত্সা পরিকাঠামো নিয়েও সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানান। তিনি বলেন, ক্যান্সার চিকিত্সার ক্ষেত্রেও গত কয়েক বছরে ওষুধের দাম কমানো হয়েছে। জন ওষুধি কেন্দ্রে অল্প দামে ক্যান্সারের ওষুধ পাওয়া যাচ্ছে। সেইসঙ্গে দেশজুড়েই চলছে অমৃত স্টোর। নিয়ন্ত্রণ করা হয়েছে ৫০০টি ওষুধের দামও। যার ফলে দেশের সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। তাঁদের টাকা সাশ্রয় হচ্ছে।
একইসঙ্গে 'আয়ুষ্মান ভারত' প্রকল্পে ১৭ লাখের বেশি ক্যান্সার আক্রান্ত মানুষ উপকৃত হয়েছেন বলেও উল্লেখ করেন মোদী। জানান, কেমো, রেডিয়োথেরাপি, সার্জারি বিনামূল্যে হয়েছে। পাশাপাশি, ক্যান্সারের ক্ষেত্রে বিনামূল্যে চিকিত্সার পাশাপাশি জরুরি হচ্ছে একদম শুরুতেই রোগকে শনাক্ত করা। সেই 'আর্লি ডিটেনশন'ও সম্ভব হয়েছে। দেশে ১৫ কোটি ওরাল, ব্রেস্ট ক্যানসারের স্ক্রিনিং হয়েছে। এখন এই নয়া হাসপাতালের জন্য পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্যান্সার চিকিত্সা আরও সুলভ হবে বলেও এদিন আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বলেন, "এই হাসপাতাল বাংলার অনেক মানষের সুবিধা করবে। বিশেষ করে দুঃস্থদের ক্যানসার চিকিৎসায় এই হাসপাতাল বড় ভূমিকা নেবে।"
আরও পড়ুন, 'আমরা আগেই উদ্বোধন করে দিয়েছি', CNCI-এর ভার্চুয়াল 'উদ্বোধনে' বললেন মুখ্যমন্ত্রী