নারদকাণ্ড: তৃণমূল সাংসদ সুলতান আহমেদ এবং নারদকর্তা ম্যাথু স্যামুয়েলকে একই সঙ্গে তলব সিবিআইয়ের

নারদ কাণ্ডে এবার তলব তৃণমূল সাংসদ সুলতান আহমেদকে। তলব CBI এর। তৃণমূল সাংসদকে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে। সূত্রের খবর, কালই তাঁর হাজিরার সম্ভাবনা। একই সঙ্গে নারদকাণ্ডে কাল ফের ম্যাথু স্যামুয়েলকেও তলব সিবিআইয়ের। কাল বেলা ১১টায় হাজিরা দেবেন ম্যাথু। কিন্ত, বার বার পুলিসি হয়রানিতে বিরক্ত ম্যাথু। কাল থেকে অনশনে বসার হুমকিও দিয়েছেন নারদকর্তা।

Updated By: Jun 27, 2017, 10:28 PM IST
নারদকাণ্ড: তৃণমূল সাংসদ সুলতান আহমেদ এবং নারদকর্তা ম্যাথু স্যামুয়েলকে একই সঙ্গে তলব সিবিআইয়ের

ওয়েব ডেস্ক: নারদ কাণ্ডে এবার তলব তৃণমূল সাংসদ সুলতান আহমেদকে। তলব CBI এর। তৃণমূল সাংসদকে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে। সূত্রের খবর, কালই তাঁর হাজিরার সম্ভাবনা। একই সঙ্গে নারদকাণ্ডে কাল ফের ম্যাথু স্যামুয়েলকেও তলব সিবিআইয়ের। কাল বেলা ১১টায় হাজিরা দেবেন ম্যাথু। কিন্ত, বার বার পুলিসি হয়রানিতে বিরক্ত ম্যাথু। কাল থেকে অনশনে বসার হুমকিও দিয়েছেন নারদকর্তা।

সিবিআইয়ের তলব তো আছেই, এদিন ম্যাথু স্যামুয়েলকে ফের তলব করল মুচিপাড়া থানা। আজ জেরাপর্ব চললেও, তাতে সন্তুষ্ট নয় পুলিস। তাই আগামিকাল ফের হাজিরার সমন নারদকর্তাকে। জিজ্ঞাসাবাদের নামে হেনস্থার অভিযোগ তুলে কাল থেকেই অনশনের হুমকি দিয়েছেন ম্যাথু স্যামুয়েল। (কেন বার বার গোষ্ঠীসংঘর্ষে জড়িয়ে পড়ছেন বাসন্তীর স্থানীয় নেতা-কর্মীরা?)

.