নারদ নিউজকে হলফনামা জমা দেওয়ারও নির্দেশ কলকাতা হাইকোর্টের
নারদ কাণ্ডে জনস্বার্থ মামলায় অসম্পাদিত ভিডিও ফুটেজ পেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নারদ নিউজকে হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যে ক্যামেরায় স্টিং অপারেশন হয়েছে সেই ক্যামেরাও দেখতে চেয়েছে আদালত।
ওয়েব ডেস্ক: নারদ কাণ্ডে জনস্বার্থ মামলায় অসম্পাদিত ভিডিও ফুটেজ পেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নারদ নিউজকে হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যে ক্যামেরায় স্টিং অপারেশন হয়েছে সেই ক্যামেরাও দেখতে চেয়েছে আদালত।
মামলার শুনানির শুরুতেই স্টিং অপারেশনের ভিডিও সত্যি কিনা তা জানতে চান হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। ম্যাথু স্যামুয়েলের আইনজীবী জানান তাঁরা স্টিং অপারেশন নিয়ে ওঠা যাবতীয় প্রশ্নের প্রমান দিতে প্রস্তুত। নারদ নিইজের কর্ণধার ম্যাথু স্যামুয়েল আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন।
আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছেন নারদ নিউজের কর্ণধার ম্যাথু স্যামুয়েল। তিনি জানিয়েছেন স্টিং কাণ্ডে ব্যবহৃত সবকিছুই তিনি আদালতে জমা দিতে প্রস্তুত। তিনি নিজেই সব শ্যুট করেছেন। সব ফুটেজই সত্যি।