মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ: পুলিসের পর আদালত, ব্যর্থ হয়ে ফিরতে হল আইপিএস অফিসার নজরুল ইসলামকে
পুলিসের দ্বারস্থ হয়ে ব্যর্থ হয়েছিলেন। ফিরিয়ে দিল আদালতও। মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, এবং রাজ্যপুলিসের ডিজির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন আইপিএস অফিসার নজরুল ইসলাম। হেয়ার স্ট্রিট থানায় সেই অভিযোগ তিনি দায়ের করলেও পুলিস জানিয়ে দেয় তাঁদের পক্ষে কোনও মামলা করা সম্ভব নয়। একই অভিযোগে আদালতের দ্বারস্থ হন প্রাক্তন আইপিএস অফিসার। আদালতেও খারিজ হয়ে যায় মামলা।
পুলিসের দ্বারস্থ হয়ে ব্যর্থ হয়েছিলেন। ফিরিয়ে দিল আদালতও। মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, এবং রাজ্যপুলিসের ডিজির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন আইপিএস অফিসার নজরুল ইসলাম। হেয়ার স্ট্রিট থানায় সেই অভিযোগ তিনি দায়ের করলেও পুলিস জানিয়ে দেয় তাঁদের পক্ষে কোনও মামলা করা সম্ভব নয়। একই অভিযোগে আদালতের দ্বারস্থ হন প্রাক্তন আইপিএস অফিসার। আদালতেও খারিজ হয়ে যায় মামলা।
একসময় অত্যন্ত সুসম্পর্ক ছিল বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে আইপিএস অফিসার নজরুল ইসলামের। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন তিনিই উদ্যোগী হয়ে নজরুল ইসলামকে রেলমন্ত্রকে নিয়ে গিয়েছিলেন। এরপর মুখ্যমন্ত্রী হওয়ার পর ফিরিয়েও এনেছিলেন রাজ্যে। কিন্তু গুরুত্বপূর্ণ কোনও পদ মেলেনি তাঁর। সম্পর্কেই চূড়ান্ত ফাটল ধরে যায় তখনই।
জন্মদিনের শুভেচ্ছার বিনিময়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে চিঠি লিখেছিলেন নজরুল ইসলাম। এমনকী রেলমন্ত্রকে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিতে যুক্ত ছিলেন বলেও অভিযোগ করেন। রাজ্য সরকারের তরফে তাঁর পদোন্নতি আটকে দেওয়া হয়। বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। আর তাই সরকারি এই সিদ্ধান্তের প্রতিবাদে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছিলেন নজরুল ইসলাম। মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজির বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিস তাঁর উত্তরে জানিয়ে দেয় এই অভিযোগে মামলা করা সম্ভব নয়। পুলিস কমিশনারকে অভিযোগ জানালে তিনিও একই উত্তর দেন। শুক্রবার তাই তিনি ব্যাঙ্কশাল আদালতে ১৫৬ এর ৩ ধারায় মামলা দায়ের করেন।
অর্থাৎ পুলিস যখন কোনও অভিযোগ নিতে অস্বীকার করে, তখন যেকোন ব্যক্তি আদালতের দ্বারস্থ হতে পারেন এই ধারাতেই তিনি মামলা দায়ের করেন।
সেই মামলাও খারিজ হয়ে যায় আদালতে। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য যেভাবে মরিয়া চেষ্টা চালাচ্ছেন নজরুল ইসলাম তাতে বেশ অস্বস্তিতে রাজ্য প্রশাসন।