ফরাসি ওপেনে নাদালের নবরত্ন, রাফা ছুঁলেন সাম্প্রাসের ১৪ গ্র্যান্ড স্লামের রেকর্ডকে

অপ্রতিরোধ্য, বিশ্বরেকর্ড। সব শব্দবন্ধকে ক্লিশে করে ফের ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হলেন ক্লে কোর্টের সর্বকালের সেরা রাফায়েল নাদাল। পরপর পাঁচবার, মোট ন বার ক্লে কোর্টের নবাব হলেন নাদাল। ফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে ৯ বার ফরাসি ওপেন জয়ের অনন্য কৃতিত্ব অর্জন করলেন স্প্যানিশ মহাতারকা।

Updated By: Jun 9, 2014, 08:39 AM IST

অপ্রতিরোধ্য, বিশ্বরেকর্ড। সব শব্দবন্ধকে ক্লিশে করে ফের ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হলেন ক্লে কোর্টের সর্বকালের সেরা রাফায়েল নাদাল। পরপর পাঁচবার, মোট ন বার ক্লে কোর্টের নবাব হলেন নাদাল। ফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে ৯ বার ফরাসি ওপেন জয়ের অনন্য কৃতিত্ব অর্জন করলেন স্প্যানিশ মহাতারকা।

সেই সঙ্গে ওপেন এরায় সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের ব্যাপারে রাফা ছুঁয়ে ফেললেন কিংবদন্তি পিট সাম্প্রাসকে (১৪টি)। সর্বকালের সফলতম রজার ফেডেরারের থেকে নাদাল আর মাত্র তিনটি গ্র্যান্ড স্লাম খেতাব দূরে। ২৮ বছরের নাদাল ফিট থাকলে সেটাও করে ফেলবেন এই কথাটা এখন থেকেই বলছেন বিশেষজ্ঞরা।

২০০৫ সাল থেকে ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হওয়া শুরু করেছেন নাদাল, একমাত্র ২০০৯ সাল ছাড়া আজ পর্যন্ত প্রতিবার তিনিই চ্যাম্পিয়ন। টেনিসে কোনও গ্র্যান্ড স্লামে এতটা আধিপত্য কার কোন খেলোয়াড়কে করতে দেখা যায়নি। সাম্প্রাসকে উইম্বলডনে নয়, ইউ এস ওপেনে ফেডেরারও নন, অস্ট্রেলিয়ান ওপেনে রয় এমার্সনও নয়। শুধু নাদালই এই ধরনের আধিপত্য দেখালেন, হয়তো দেখিয়েও যাবেন। অনেক বলছিলেন, পারলে নাদালকে এবারই ফরাসি ওপেনে হারানো সম্ভব হবে। কারণ তাঁর ফিটনেস, আর জকোভিচের দুরন্ত ফর্ম। সেটা হল না। এদিনে ফাইনালে জকোভিচ প্রথম সেটে ৬-৩ জিতে নেওয়ার পর একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। নাদাল ৭-৫ দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফেরার পরেও মনে হচ্ছিল রাফা এবার বিপদে পড়েছেন। কিন্তু না তৃতীয় সেট থেকেই সেই রাফা রাজ। পরের দুটি সেটে নাদাল জিতলেন নবাবি কায়দায়। ৬-২,৬-৪।

নাদাল শুধু টেনিসে নন একাধিপত্য রাজত্বের বিচারে বিশ্বের যে কোনও খেলোয়াড়কেই হয়তো টেক্কা দিচ্ছেন। ফর্মুলা ওয়ানে মাইকেল শ্যুমাখার, সাঁতারে মাইকেল ফেল্পস, দৌড়ে উসেইন বোল্ট, ক্রিকেটে সচিন তেন্ডুলকর। সবার একাধিপত্যকে ছাপিয়ে গেলেন নাদাল। ৯ বার কোন গ্র্যান্ড স্লামে চ্যাম্পিয়ন হওয়াটা অলিম্পিকে ঠিক কতগুলো সোনা জেতার সামিল সেটা নিয়ে হিসাব চলুক। এখন বরং বলা যাক কিংবদন্তি নাদাল এই কথাটা নিয়ে আর কোনও সংশয়ে থাকবে না...।

নাদালের ১৪টি গ্র্যান্ড স্লাম

ফরাসি ওপেন-২০০৫,২০০৬,২০০৭,২০০৮, ২০১০,২০১১,২০১২,২০১৩,২০১৪
উইম্বলডন-২০০৮,২০১০
ইউএস ওপেন-২০১০,২০১৩
অস্ট্রেলিয়ান ওপেন-২০০৯

.