আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে এখনও আড়ালে মুন্নাভাই
মহম্মদ ইকবালকে ঘনিষ্ঠদের মারফত আত্মসম্পর্পনের প্রস্তাব। তাঁদের মাধ্যমেই আবার এই প্রস্তাব খারিজ করে দেন ১৫ নম্বর বরোর চেয়ারম্যান মুন্নাভাই। কারণ আত্মসমর্পণের ক্ষেত্রে দলের তরফে সবুজ সঙ্কেত নেই। পুলিস সূত্রে আজ এই খবর পাওয়া গিয়েছে।
মহম্মদ ইকবালকে ঘনিষ্ঠদের মারফত আত্মসম্পর্পনের প্রস্তাব। তাঁদের মাধ্যমেই আবার এই প্রস্তাব খারিজ করে দেন ১৫ নম্বর বরোর চেয়ারম্যান মুন্নাভাই। কারণ আত্মসমর্পণের ক্ষেত্রে দলের তরফে সবুজ সঙ্কেত নেই। পুলিস সূত্রে আজ এই খবর পাওয়া গিয়েছে।
বুধবার রাত থেকেই গা ঢাকা দিয়েছেন তৃণমূলের এই কাউন্সিলর। এক জন জনপ্রতিনিধির পক্ষে ক্ষমতাশালী কোনও নেতার মদত ছাড়া খুব বেশিদিন অন্তরালে থাকা সম্ভব নয় বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। প্রথম দিন থেকেই ওঁর পাশে ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এমনকী মুন্নাভাইয়ের বিরুদ্ধে আসা অভিযোগ ও `বিশ্বাস` করেননি তিনি। তবে পুরমন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ার কারণেই কি এখনও অন্তরালে মুন্নাভাই? উঠেছে সেই প্রশ্নও।