বাবা-ছেলের দূরত্ব বাড়াতেই কি শুভ্রাংশুকে পুরভোটে টিকিট তৃণমূলের?

পুরভোটে প্রার্থী হচ্ছেন শুভ্রাংশু রায়। কাঁচরাপাড়ার ৬ নম্বর ওয়ার্ড থেকেই। শুভ্রাংশুকে টিকিট দেওয়ার পিছনে দলের কৌশল কী? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

Updated By: Mar 22, 2015, 09:26 PM IST
 বাবা-ছেলের দূরত্ব বাড়াতেই কি  শুভ্রাংশুকে পুরভোটে টিকিট তৃণমূলের?

ওয়েব ডেস্ক: পুরভোটে প্রার্থী হচ্ছেন শুভ্রাংশু রায়। কাঁচরাপাড়ার ৬ নম্বর ওয়ার্ড থেকেই। শুভ্রাংশুকে টিকিট দেওয়ার পিছনে দলের কৌশল কী? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

মুখ্যমন্ত্রী বলেছিলেন সব সিটিং কাউন্সিলরকেই টিকিট দেবে তৃণমূল। সেইমতোই কি টিকিট পাচ্ছেন শুভ্রাংশু রায়? সোমবার মনোনয়নপত্র পেশ করবেন মুকুলপুত্র।  যদিও বনগাঁ উপনির্বাচনে দায়িত্ব দেওয়া হয়নি তাঁকে। ওই সময় দায়িত্ব না পাওয়ার ক্ষোভ গোপন রাখেননি মুকুলপুত্র।

এবার কি সেজন্যই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত শুভ্রাংশুকে? রাজনৈতিক মহলে জল্পনা, আসলে মুকুল পরিবারকেই আরও বিপাকে ফেলতে চাইছে তৃণমূল নেতৃত্ব। এখনও অন্তর্ঘাতের আশঙ্কা পুরোপুরি ঝেড়ে ফেলতে পারেনি ঘাসফুল শিবির। শুভ্রাংশুকে পুরভোটে প্রার্থী করে একদিকে বাবা-ছেলের দূরত্ব বাড়াতে চাইছে তৃণমূল। অন্যদিকে শুভ্রাংশুকে অ্যাসিড টেস্টের মুখে ফেলে দিচ্ছে দল। কারণ শুভ্রাংশু হারলে সে দায় তাঁর। জিতলে কৃতিত্ব দলের। মুকুল রায়ের সঙ্গে কালীঘাটের দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গেই মিছিল করেন তাঁর বিরোধী গোষ্ঠী বলে পরিচিত অর্জুন সিং। পুরভোটে শুভ্রাংশুকে দাঁড় করালেও তাঁর মনোনীতদের বেশিরভাগকেই প্রার্থীতালিকায় রাখা হচ্ছে না বলে খবর। উল্টে প্রার্থীতালিকায় বরং প্রাধান্য পাচ্ছে অর্জুন সিংয়ের পছন্দের নামগুলিই।

 

.