মুকুলের স্ত্রীকে দেখতে হাসপাতালে লকেট, ছিলেন না শুভ্রাংশু
১৪ মে থেকে হাসপাতালে ভর্তি মুকুল-পত্নী।
নিজস্ব প্রতিবেদন: মুকুল রায়ের স্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন লকেট চট্টোপাধ্যায়। তবে তিনি যাওয়ার আগেই হাসপাতাল ছাড়েন মুকুলপুত্র শুভ্রাংশু রায়। বিজেপি সাংসদ দাবি করলেন, ফোনে মুকুল ও শুভ্রাংশুর সঙ্গে কথা হয়েছে তাঁর।
মুকুলের স্ত্রী কৃষ্ণা রায় কোভিডে আক্রান্ত। গত ১৪ মে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। বুধবার হঠাৎই তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভ্রাংশু রায়ের সঙ্গে কথাও হয়েছে তাঁর। তৃণমূল সাংসদের সৌজন্য অভিভূতও বীজপুরের বিজেপি প্রার্থী। এনিয়ে রাজনীতি টানতে নারাজ অভিষেকও। তিনি জানান, মুকুলের স্ত্রী তাঁর মাতৃসমা।
আরও পড়ুন: মমতার সাংগঠনিক বৈঠকে কাছাকাছি প্রতিনিধিরাই তৃণমূল ভবনে, বাকিরা ভার্চুয়াল
অভিষেক হাসপাতালে যাওয়ার পর গোটা ঘটনা অন্য দিকে মোড় নেয়। সেই রাতেই হাসপাতালে যান দিলীপ ঘোষ। পরের দিন বৃহস্পতিবার মুকুলকে ফোন করে খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার আবার গেলেন লকেট চট্টোপাধ্যায়। কিন্তু ছিলেন না শুভ্রাংশু।
আরও পড়ুন: ইয়াসের ক্ষয়ক্ষতি পর্যালোচনায় রাজ্যে আসছে কেন্দ্রীয় দল, আগেই জানিয়েছিল PMO