তৃণমূল বিরোধী জোটে মুকুল রায় সামিল হলে আপত্তি নেই গৌতম দেবের

আজ ফের তৃণমূল-বিজেপি বিরোধী জোট নিয়ে জোর সওয়াল করেন সিপিএম নেতা গৌতম দেব। মুকুল রায় জোটে সামিল হলেও আপত্তি নেই তাঁর। সিপিএমের এই নেতার মতে রাজনীতিতে না বলে কিছু নেই। দল যতই তাঁর মত খারিজ করুক না কেন, কংগ্রেসের সঙ্গে সমঝোতার নিয়ে আজও সওয়াল করেন তিনি।

Updated By: Jun 30, 2015, 10:34 PM IST
তৃণমূল বিরোধী জোটে মুকুল রায় সামিল হলে আপত্তি নেই গৌতম দেবের

ওয়েব ডেস্ক: দল তাঁর তত্ত্বকে খারিজ করলেও এখনও নিজের অবস্থানে অনড় সিপিএম নেতা গৌতম দেব। আজ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে  আবার প্রয়োজনে কংগ্রেস জোটের পক্ষে সওয়াল করেন তিনি। বলেন, ভোটের আগে অনেক কিছু ঘটতে চলেছে।

নতুন দল গড়তে চলেছেন মুকুল রায়। তা নিয়ে সিপিএম নেতা গৌতম দেবের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। প্রশ্ন ছিল বিরোধী জোটে যদি মুকুল রায় আসতে চান?

জোটে কি মুকুল থাকবেন? অনেককে অবাক করে গৌতম দেবের উত্তর রাজনীতিতে না বলে কিছু নেই।

তার পরেই প্রশ্ন তা হলে কী দলের দল খারিজ করলেও এখনও কংগ্রেসের সঙ্গে সমঝোতার রাস্তা খোলা রাখতে চাইছেন গৌতম দেব?

কংগ্রেসের জন্য দরজা এখনও খোলা? উত্তরে সিপিএমের পোড় খাওয়া নেতা বুঝিয়ে দিলেন এখনও নিজের অবস্থানে অনড় তিনি

গৌতম দেবের বক্তব্য নভেম্বরে বাংলার রাজনীতিতে অনেক সমীকরণই উলটে যাবে।

বামেদের পক্ষে একা লড়ে তৃণমূলকে হারানো সম্ভব নয়। এ মন্তব্য করে দলের অন্দরে বিতর্কের ঝড় তোলেন গৌতম দেব।তাঁর মন্তব্যকে সম্পূর্ণ খারিজ করে দেন বিমান বসু, সূর্যকান্ত  মিশ্ররা।  সেই বিতর্ককে নতুন করে উস্কে দিয়ে গৌতম দেব প্রমাণ করলেন বামেদের সঙ্গে কংগ্রেসের জোট এখনও ক্লোজড চ্যাপটার নয়।

 

 

.