পঞ্চায়েতে সিপিআইএমের হার চায় না নির্বাচন কমিশন, অভিযোগ তৃণমূলের
পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের চাপানউতোর বেড়েই চলেছে। রবিবার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে করেন তৃণমূল নেতা মুকুল রায়। এদিন তিনি সাফ জানিয়ে দেন, `নির্বাচনের দিন ঘোষণা করবে রাজ্য সরকার`। আইনের ধারা মেনেই রাজ্য দিন ঘোষণা করবে বলে তিনি দাবি করেন।
পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের চাপানউতোর বেড়েই চলেছে। রবিবার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে করেন তৃণমূল নেতা মুকুল রায়। এদিন তিনি সাফ জানিয়ে দেন, `নির্বাচনের দিন ঘোষণা করবে রাজ্য সরকার`। আইনের ধারা মেনেই রাজ্য দিন ঘোষণা করবে বলে তিনি দাবি করেন।
মুকুল বলেন, `নির্বাচনের দিন ঘোষণার এক্তিয়ার রয়েছে রাজ্যের`। সুবিধামতো রাজ্য দিন ঘোষণা করবেন বলে তিনি জানান। `এড়িয়ে যায় রাজ্য নির্বাচন কমিশন`। সেইসঙ্গে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। মুকুলের অভিযোগ, `সিপিআইএমের হার চায়নি কমিশন। তাই ফেব্রুয়ারিতে ভোট হয়নি`। সিপিআইএমকে সুবিধা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
`আমরা চাই নির্বাচন তাড়াতাড়ি হোক`। রাজ্য নির্বাচনকে তোপ তৃণমূল নেতা মুকুল রায়ের। এক্তিয়ারে থেকে নির্বাচন পরিচালনা করুক কমিশন, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূলের সমস্ত অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়েছে সিপিআইএম নেতৃত্ব।