মুকুলের ভবিষ্যৎ কী?

দলের তরফে এত চাপের পর কী করবেন মুকুল রায়? আজই কী চূড়ান্ত সিদ্ধান্ত? তা নিয়ে যখন রাজনৈতিক মহলে জোর জল্পনা, তখন শুক্রবার রাতে শহরে ফিরেই জল্পনাটা আরও বাড়িয়ে দিয়েছেন তিনি নিজেই। দমদম বিমানবন্দরে নেমেই তাঁর মন্তব্য, সব শুনেছি, যা বলার শনিবার বলব।

Updated By: Feb 21, 2015, 05:06 PM IST
 মুকুলের ভবিষ্যৎ কী?

ওয়েব ডেস্ক: দলের তরফে এত চাপের পর কী করবেন মুকুল রায়? আজই কী চূড়ান্ত সিদ্ধান্ত? তা নিয়ে যখন রাজনৈতিক মহলে জোর জল্পনা, তখন শুক্রবার রাতে শহরে ফিরেই জল্পনাটা আরও বাড়িয়ে দিয়েছেন তিনি নিজেই। দমদম বিমানবন্দরে নেমেই তাঁর মন্তব্য, সব শুনেছি, যা বলার শনিবার বলব।

গতকালই মুকুল পুত্র শুভ্রাংশু  মুখ খুলছিলেন সংবাদমাধ্যমে. দুপুরেই পার্থ চট্টোপাধ্যায় ইঙ্গিত দেন, শুভ্রাংশুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে তৃণমূল। তাতে অবশ্য ব্যাকফুটে যেতে রাজি নন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। উল্টে, পাল্টা আক্রমণে গিয়ে বলেছেন, দলে কেউই অপরিহার্য নন। তাহলে কি তৃণমূল নেত্রীকেই ইঙ্গিত করছেন শুভ্রাংশু?

 শুভ্রাংশু রায়ের কড়া মন্তব্যের পর, আজ নিজাম প্যালেসে অনুগামীদের নিয়ে বৈঠকে বসতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে মুকুল রায়ের ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে দুটি মত উঠে আসছে। একাংশের মতে, তিনি দল ছাড়বেন না, দল তাঁকে তাড়াক, এমনটাই চাইছেন মুকুল রায়। অন্য অংশের বক্তব্য, মুকুল রায়কে সাসপেন্ড করে তাঁকে শহিদের মর্যাদা দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। ফলে সব কেড়ে নেওয়ার পরও তাঁকে এখনই নাও সরানো হতে পারে।

 

.