পাহাড় আবার জ্বলবে, মমতাকে নিশানা মুকুলের; কুর্সির লোভে অশান্তি: কৈলাস

পাহাড় ইস্যুতে মমতাকে নিশানা মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়র। 

Updated By: Nov 3, 2020, 04:38 PM IST
পাহাড় আবার জ্বলবে, মমতাকে নিশানা মুকুলের; কুর্সির লোভে অশান্তি: কৈলাস

নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠকে বিনয় তামাং। তখনই পাহাড় নিয়ে মমতাকে নিশানা করলেন মুকুল রায়। তাঁর আশঙ্কা, পাহাড় আবার জ্বলবে। পাহাড়ের যা সমস্যা,সেটা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। কৈলাস বিজয়বর্গীয়র কথায়,''কুর্সির লোভে পাহাড়কে অশান্ত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।'' 

এ দিন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি মুকুল রায় বলেন,''পাহাড় ফের জ্বলবে। পাহাড়ের সমস্যা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। এবার সেই সমস্যা কীভাবে সমাধান হবে, তা উনিই জানেন। তবে সব দেখে আমার মনে হচ্ছে। এই সব করে সমস্যাটাকে আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে।''

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আগেই বিমল গুরুংকে আক্রমণ করে বিনয় নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন,"বিমল গুরুংয়ের বিরুদ্ধে ৬৭টি মামলা রয়েছে। সে একজন অপরাধী। এমনকি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা রয়েছে। ইউএপিএ আইনে মামলা রয়েছে। এমন একজন লোকের সঙ্গে একসঙ্গে রাজনৈতিক বা প্রশাসনিক কোনও কাজ সম্ভব নয়।" ওই প্রসঙ্গ তুলে মুকুল রায় আরও বলেন,''আজ সকাল থেকে বিনয় যা বলেছে, তা শুনে আমার মনে হচ্ছে কোনও স্থায়ী সমাধান না হলে পাহাড় কিন্তু জ্বলবে।''

মমতাকে নিশানা করেছেন রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ও।  বলেন,''কুর্সির লোভে পাহাড়কে অশান্ত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা তো বটেই পাহাড় ও উত্তরবঙ্গেও অশান্তি ছড়াচ্ছেন। একে অপরকে লড়িয়ে দিচ্ছেন। তার তীব্র নিন্দা করছি।''    

আরও পড়ুন- অফিস টাইমে ৬০০ যাত্রী নিয়ে বনগাঁ-ক্যানিং লোকাল! কীভাবে আটকানো সম্ভব?

.