পদত্যাগ করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি

পদত্যাগ করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মুক্তিনাথ চট্টোপাধ্যায়। সংসদ সভাপতি জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত। শিক্ষামন্ত্রীকে লেখা চিঠিতে কারণ হিসেবে শারীরিক অসুস্থতার উল্লেখ রয়েছে।

Updated By: Aug 7, 2013, 04:38 PM IST

পদত্যাগ করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মুক্তিনাথ চট্টোপাধ্যায়। সংসদ সভাপতি জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত। শিক্ষামন্ত্রীকে লেখা চিঠিতে কারণ হিসেবে শারীরিক অসুস্থতার উল্লেখ রয়েছে।
যদিও শিক্ষামহলের একাংশের মতে, পদত্যাগের পিছনে রয়েছে শিক্ষামন্ত্রী এবং সংসদ সভাপতির মনোমালিন্য। শিক্ষামন্ত্রীর সঙ্গে মুক্তিনাথ চট্টোপাধ্যায়ের বিবাদ চলছিল নানা ইস্যুতে।
দুজনের মনোমালিন্য দীর্ঘদিনের। সম্প্রতি একাদশ শ্রেণীর বই-বিতর্কে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।  বই-বিতর্কে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতিকেই কাঠগড়ায় তোলা হয়েছিল । শিক্ষামহলে জল্পনা, সেই কারণেই কি এই পদত্যাগ?

.