MPS-র বিরুদ্ধে সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল হাইকোর্ট
বেআইনি অর্থলগ্নি সংস্থা MPS-র বিরুদ্ধে সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্ট। তিরিশে মার্চ, বিচারপতি সৌমিত্র পালের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়, MPS-র সবকটি হোটেল ও অফিসে তালা ঝোলাতে হবে। ব্যবহার করা যাবে না কোনও ফান্ড। সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করে MPS কর্তৃপক্ষ।
ওয়েব ডেস্ক: বেআইনি অর্থলগ্নি সংস্থা MPS-র বিরুদ্ধে সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্ট। তিরিশে মার্চ, বিচারপতি সৌমিত্র পালের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়, MPS-র সবকটি হোটেল ও অফিসে তালা ঝোলাতে হবে। ব্যবহার করা যাবে না কোনও ফান্ড। সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করে MPS কর্তৃপক্ষ।
কিন্তু, আজ সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।পাশপাশি, ডিরেক্টরদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাবও দিতে বলা হয়েছে। একইসঙ্গে, ইডি কেন এখনও MPS কাণ্ডের তদন্ত শুরু করেনি তানিয়েও তীব্র ক্ষোভ করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।