আমি খুশি, দল আমাকে গুরুত্ব দিচ্ছে: Satabdi, কিছু বলা যাবে না: Anubrata

বেসুরো হওয়ার পর সাংসদের কদর বাড়ল দলে।

Updated By: Jan 17, 2021, 09:20 PM IST
আমি খুশি, দল আমাকে গুরুত্ব দিচ্ছে: Satabdi, কিছু বলা যাবে না: Anubrata

নিজস্ব প্রতিবেদন:  'আমি খুশি, দল আমাকে গুরুত্ব দিচ্ছে। কাজের আরও বেশি সুযোগ পাব।' তৃণমূলের রাজ্য় কমিটিতে স্থান পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) কৃতজ্ঞতা জানালেন সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। 'রাজ্যের সিদ্ধান্ত, কিছু বলা যাবে না', অল্প কথায় প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। 

ভোটের মুখে 'বেসুরো'দের বাড়বাড়ন্তে জেরবার ঘাসফুল শিবির। এরমধ্যেই দিন কয়েক আগে ফেসবুকে পোস্ট দিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। এমনকী, শনিবার দিল্লি যাওয়ার পরিকল্পনাও করে ফেলেছিলেন তিনি। বলেছিলেন, 'অমিত শাহের সঙ্গে কথা বলা বা না বলাটা বিরাট ব্যাপার নয়। আমি এমপি, উনি মিনিস্টার, দেখা করতেই পারি।' এরপরই শতাব্দীর মানভঞ্জনে তৎপর তৃণমূল (TMC) নেতৃত্ব। বীরভূমের সাংসদকে ক্য়ামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসে নিয়ে যান কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেখানে ঘণ্টা দুয়েকের বৈঠকের পর ট্র্যাকে ফেরেন শতাব্দী। স্পষ্টতই জানিয়ে দেন, 'আমার সব অভিযোগ অভিষেককে জানিয়েছি। তার সমাধান হয়ে যাবে। আমি রাজনৈতিক পরিবার থেকে আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এসেছিলাম। এখনও মমতার সঙ্গে আছি।' বাতিল করে দেন দিল্লির যাওয়ার পরিকল্পনাও। গতকাল শতাব্দী ফেসবুকে যে পোস্ট দিয়েছিলেন, তাতেও দলের প্রতি আনুগত্য ঝরে পড়ে। তারই কি পাল্টা স্বীকৃতি দিল দল?

আরও পড়ুন: ' চিঠির কারণে যদি পদ থেকে সরানো হয়ে থাকে, তাহলে তাঁকে ধন্যবাদ জানাব': Babul

তৃণমূলের রাজ্য কমিটিতে স্থান পেলেন সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। তাঁকে সহ-সভাপতির পদে নিয়োগ করল দলের শীর্ষ নেতৃত্ব।  তবে শতাব্দী একা নন, রাজ্য় কমিটিতে ঢুকিয়ে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আরও ২ জনকে। বাকি সদস্যরা একই থাকছেন। এখন প্রশ্ন, রাজ্য় কমিটিতে তাঁর অন্তর্ভুক্তিতে কী বীরভূমে রাজনৈতিক সমীকরণে বদল ঘটবে? সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছেন শতাব্দী। Zee ২৪ ঘণ্টা ফোনে সাংসদ জানালেন, 'আমি কোনও লোকের বিরুদ্ধে বলিনি। কারও নাম করিনি। সিস্টেমের বিরুদ্ধে বলেছি। এই সিস্টেমে কাজ করতে পারছি না। কারা বাধা দিচ্ছে, সেটা দলের দেখা দরকার।' তাঁর আশা, 'দলের স্টার ক্য়াম্পেনার ছিলাম। এখনও আছি। তবে এবার দলে কর্মী হিসেবে কাজ করতে পারব।'

আরও পড়ুন: রাজ্য়ে পালাবদল ঘটাতে বাংলা জুড়ে 'পরিবর্তন যাত্রা'র ডাক BJP-র

এদিনে বিধানসভা ভোটের প্রচারে বর্ধমানে জনসভা করেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। শতাব্দীর রায়ের বাড়তি দায়িত্ব পাওয়া নিয়ে কী প্রতিক্রিয়া? বীরভূমের দাপুটে তৃণমূল নেতা বললেন, 'কাজ তো সবজায়গাতেই করতে হবে। বীরভূম বলে আলাদা কিছু নেই। রাজ্যের ভাইস প্রেসিডেন্ট তো! রাজ্যের সব জায়গাতেই যেতে পারবেন।' সঙ্গে জুড়তে ভোলেননি, 'রাজ্য়ের সিদ্ধান্ত। কিছু বলা যাবে না।'

.