সন্তানের জন্ম দিয়ে হাসপাতালের বেড থেকে উধাও মা

সদ্যোজাত সন্তানের জন্ম দিয়েই হাসপাতালের বেড থেকে উধাও মা। ক্ষতবিক্ষত অবস্থায় পরে উদ্ধার রেললাইনের ধার থেকে। বুধবার সন্ধেবেলা এই ঘটনা ঘটে। বালিগঞ্জ স্টেশন চত্বরে মহিলাকে উদ্ধার করে GRP। পাঠানো হয় ন্যাশনাল মেডিক্যালে। সোমবার NRS হাসপাতালে সন্তানের জন্ম দেন রঞ্জিতা নস্কর নামে ওই মহিলা। বুধবার বিকেলে পরিবারের লোকজন গিয়ে দেখেন রঞ্জিতা তাঁর বেডে নেই। এন্টালি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। সন্ধেয় খবর আসে বালিগঞ্জ রেললাইনের ধার থেকে ক্ষতবিক্ষত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করা হয়েছে। প্রশ্ন উঠছে, NRS থেকে সবার চোখ এড়িয়ে মহিলা উধাও হলেন কীভাবে? কী করছিলেন হাসপাতালের কর্তব্যরত নার্স ও নিরাপত্তাকর্মীরা? ট্রেন থেকে তিনি পড়ে গেলেন না আত্মহত্যার চেষ্টা করলেন? আপাতত এই সব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিস। 

Updated By: Jan 12, 2017, 09:11 AM IST
 সন্তানের জন্ম দিয়ে হাসপাতালের বেড থেকে উধাও মা

ওয়েব ডেস্ক: সদ্যোজাত সন্তানের জন্ম দিয়েই হাসপাতালের বেড থেকে উধাও মা। ক্ষতবিক্ষত অবস্থায় পরে উদ্ধার রেললাইনের ধার থেকে। বুধবার সন্ধেবেলা এই ঘটনা ঘটে। বালিগঞ্জ স্টেশন চত্বরে মহিলাকে উদ্ধার করে GRP। পাঠানো হয় ন্যাশনাল মেডিক্যালে। সোমবার NRS হাসপাতালে সন্তানের জন্ম দেন রঞ্জিতা নস্কর নামে ওই মহিলা। বুধবার বিকেলে পরিবারের লোকজন গিয়ে দেখেন রঞ্জিতা তাঁর বেডে নেই। এন্টালি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। সন্ধেয় খবর আসে বালিগঞ্জ রেললাইনের ধার থেকে ক্ষতবিক্ষত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করা হয়েছে। প্রশ্ন উঠছে, NRS থেকে সবার চোখ এড়িয়ে মহিলা উধাও হলেন কীভাবে? কী করছিলেন হাসপাতালের কর্তব্যরত নার্স ও নিরাপত্তাকর্মীরা? ট্রেন থেকে তিনি পড়ে গেলেন না আত্মহত্যার চেষ্টা করলেন? আপাতত এই সব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিস। 

.