Diamond Harbour Model: একদিনে ৫০ হাজারেরও বেশি করোনা পরীক্ষা, টুইট Abhishek-র
শুক্রবার ডায়মন্ড হারবার যাচ্ছেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: ডায়মন্ড হারবার মডেলে প্রথমদিনেই লক্ষ্যমাত্রা পার! একদিনে কোভিড টেস্ট (Covid Test) করা হল ৫০ হাজারের বেশি মানুষের। টুইট করে জানালেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার ডায়মন্ড হারবারে (Diamond Harbour) যাচ্ছেন তিনি।
নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে করোনা মোকাবিলায় তৎপর অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগে এলাকার প্রতিটি ব্লকে, পঞ্চায়েতে, পুরসভার ওয়ার্ডগুলিতে খোলা হয়েছে কন্ট্রোলরুম। দক্ষিণ ২৪ পরগনার ৫ ব্লকে চালু হয়ে গিয়েছে 'ডক্টরস অন হুইলস' পরিষেবা। দিন কয়েক আগে আলিপুরে নিজের সংসদীয় এলাকার পর্যালোচনা বৈঠক করেছিলেন অভিষেক। সেই বৈঠকে জানিয়েছিলেন, করোনা পরিস্থিতিতে এবার বিবেকানন্দের জন্মদিনে বড় কোনও অনুষ্ঠান বা ব়্যালি হচ্ছে না। বরং সেদিন 'মাস টেস্টিং' বা ব্যাপক হারে করোনা পরীক্ষা হবে। কতজনের নমুনা পরীক্ষা করা হবে? এদিন সকালে টুইট করে লক্ষ্যমাত্রা ঘোষণা করেন ডায়মন্ড হারবারের সাংসদ।
On Swami Vivekananda ji's birth anniversary, with renewed energy, Diamond Harbour PC aims to fight #COVID19 by implementing unique initiatives & strict measures.
30,000 COVID tests to be done today!
We promise to keep working towards your welfare.#DiamondHarbourPCTests30K
— Abhishek Banerjee (@abhishekaitc) January 12, 2022
সাংসদের ঘোষণার পরেই আসরে নামেন আশাকর্মীরা। ব্লক ও পঞ্চায়েত ও পুর এলাকায় দিনভর চলে অ্যান্টিজেন পরীক্ষা(RAT)। ঘড়িতে তখন দুপুর ১২ টা। ১৫ হাজার টেস্ট সম্পূর্ণ হয়ে যায়। বিকেলে পরপর দুটি টুইট করে অভিষেক।
Delighted to share that we have been able to pay appropriate tributes to Swamiji by conducting MORE THAN 50 THOUSAND #COVID19 TESTS in Diamond Harbour PC, in a SINGLE DAY.
Additionally, in 7 days the positivity rate is the LOWEST among all LS constituencies in Bengal. (1/2) pic.twitter.com/U7YUzZd1bE
— Abhishek Banerjee (@abhishekaitc) January 12, 2022
We promise to continue our efforts towards BRINGING DOWN THE POSITIVITY RATE further, which is CUTRRENTLY at 2.16%.
We will leave NO STONE UNTURNED in our quest to make Diamond Harbour PC #COVID free. Your well-being will always be our top priority! (2/2) pic.twitter.com/IsrMpawQKe
— Abhishek Banerjee (@abhishekaitc) January 12, 2022
এই ডায়মন্ড হারবার মডেলের প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল নেতারা। ফেসবুকে দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, 'অভিষেকদা বিপ্লব করে দেখাচ্ছেন। এই মডেল রাজ্য সরকার ফলো করলে করোনা মোকাবিলায় পৃথিবী বাংলাকে কুর্নিশ করবে'। টুইট করেছেন কুণাল ঘোষ, মানস ভুইঁয়াও।
সদিচ্ছা এবং দায়বদ্ধতার নজির গড়ছে ডায়মন্ডহারবার। @abhishekaitc এর উদ্যোগে করোনাযুদ্ধের কর্মযজ্ঞ চলছে।
পরীক্ষার সংখ্যা বাড়ছে। পজিটিভিটি রেট কমছে। pic.twitter.com/Rvy8zcAkgT— Kunal Ghosh (@KunalGhoshAgain) January 12, 2022
“যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে; আর যদি না চাও তাহলে অজুহাত পাবে।”
স্বামীজীর এই বাণী আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক করে দেখালো। #DiamondHarbourPCTests30K— Manas Ranjan Bhunia (@ManasB_Official) January 12, 2022
এদিকে বাবুঘাটে গঙ্গাসাগর মেলার ট্রানজিট ক্যাম্প পরিদর্শনে গিয়ে পূর্ণ্যার্থীদের কোভিড বিধি মেনে চলার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।