Nirmala Sitharaman: উত্তরপূর্বের রাজ্যগুলির থেকেও মাথাপিছু খরচে পিছিয়ে বাংলা! নির্মলার তোপে মমতা...
বাংলায় প্রথম চার দফার ভোট শেষ। সোমবার পঞ্চম দফা। ভোট হবে শ্রীরামপুর, ব্য়ারাকপুর, বনগাঁ, হাওড়া, হুগলি, উলুবেড়িয়ায়। রাজনৈতিক কর্মসূচি নয়, এদিন কলকাতায় বিশিষ্ট নাগরিক সম্মেলনে হাজির ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভোটের আবহেই কলকাতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বললেন, 'উত্তরপূর্বে ৮ রাজ্য়ের থেকে মাথপিছু খরচে পিছিয়ে বাংলা'!
আরও পড়ুন: Kolkata Metro: মেগা হিট নীল সুড়ঙ্গের মেট্রো!মাত্র ২ মাসে গঙ্গার নীচে ২৪ লক্ষ যাতায়াত...
বাংলায় প্রথম চার দফার ভোট শেষ। সোমবার পঞ্চম দফা। ভোট হবে শ্রীরামপুর, ব্য়ারাকপুর, বনগাঁ, হাওড়া, হুগলি, উলুবেড়িয়ায়। রাজনৈতিক কর্মসূচি নয়, এদিন কলকাতায় বিশিষ্ট নাগরিক সম্মেলনে হাজির ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
নির্মলা বলেন, ১৯৪৭ সালে দেশের ডিডিপিতে বাংলার অবদান থাকত ২৫ শতাংশ। এখন যেটা ৩ শতাংশেরও নিচে পৌঁছে দিয়েছে। মাথা পিছু আয়ের নিরিখে একসময়ে বাংলা ছিল দেশের অন্য়তম ধনী রাজ্য, আর এখন সবার নিচে। কেন এমন পরিস্থিতি? কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মতে, বাংলায় শিল্প নেই। কর্মসংস্থান তৈরি হচ্ছে না। কমছে মাথা পিছু খরচও।
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর জানান, 'চলতি বছরের ফ্রেরুয়ারি মাথা পিছু খরচে নিরিখে গ্রামীণ এলাকা নিচের দিক থেকে ষষ্ঠ স্থানে ছিলেন বাংলা। আর শহরে নিচের দিকে অষ্টম স্থানে। বাংলার মাথাপিছু খরচ এখন উত্তরপূর্ব ৮ রাজ্যের থেকে কম'। বলেন, উত্তরপূর্বে বড় শিল্পগুলি চলে যাচ্ছে। যেমন সিমেন্ট উৎপাদন, বাঁশ প্রোসেসিং। এদেশে চিপ তৈরিতে যে বড় বিনিয়োগ হয়েছে, সেটাও অসমে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)