বর্ষা এল দক্ষিণবঙ্গে

অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করল মৌসুমী বায়ু। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছ, ইতিমধ্যেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের দশটি জেলায় শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী ২৪ ঘণ্টার মধ্যে বর্ষা শুরু হয়ে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Updated By: Jun 17, 2012, 10:48 AM IST

অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করল মৌসুমী বায়ু। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছ, ইতিমধ্যেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের দশটি জেলায় শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী ২৪ ঘণ্টার মধ্যে বর্ষা শুরু হয়ে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, এবং দুই দিনাজপুরে শুরু হয়েছে বৃষ্টি। তবে, ঘূর্ণাবর্তের টানে দক্ষিণবঙ্গে বর্ষা আসায়, বৃষ্টির পরিমাণ আশানুরূপ নাও হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন আবহাওয়াবিদরা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষার আগমনে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে। রাজ্যের কোথাও আর তাপপ্রবাহের পরিস্থিতি নেই। শুরু থেকেই এবার ঘুর অগ্রসর হচ্ছিল মৌসুমি বায়ু। সেইসঙ্গেই গতি অত্যন্ত শ্লথ হওয়ায় কবে বর্ষা আসবে দক্ষিণবঙ্গে সেই প্রশ্নের উত্তর দিতে হিমশিম খাচ্ছিলেন আবহাওয়াবিদরা। স্বাভাবিক নিয়মে দক্ষিণবঙ্গে বর্ষা আসার তারিখ ৮ জুন। মৌসুমি বায়ুর খামখেয়ালিপনায় এবারে প্রায় ১০ দিন দেরিতে বর্ষা এল দক্ষিণবঙ্গে।

.