উত্তরবঙ্গে বৃষ্টি, দক্ষিণে বর্ষা নয় এখনই
ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলিতে শুরু হল বর্ষার বৃষ্টি। বর্ষা এল উত্তরবঙ্গেও। তবে দক্ষিণবঙ্গে এখনই বর্ষা আসার কোনও সম্ভাবনা দেখাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর।
ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলিতে শুরু হল বর্ষার বৃষ্টি। বর্ষা এল উত্তরবঙ্গেও। তবে দক্ষিণবঙ্গে এখনই বর্ষা আসার কোনও সম্ভাবনা দেখাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগণা, নদীয়া ও মুর্শিদাবাদে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘসঞ্চারের ফলে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও দাবদাহের হাত থেকে এখনই রেহাই মিলছে না দক্ষিণবঙ্গবাসীর।
মঙ্গলবারই কেরালায় শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। স্বাভাবিক নিয়ম অনুযায়ী কেরালায় বর্ষা আসার ৮ দিনের মধ্যে এ রাজ্যে বর্ষা আসার কথা। তবে এবছর মৌসুমি বায়ুর গতি অত্যন্ত শ্লথ হওয়ায় বর্ষা আসতে আরও বেশ কিছুদিন বিলম্ব হতে পারে বলে এদিন জানিয়েছে আবহওয়া দফতর। সেক্ষেত্রে আগামী সপ্তাহের আগে অসহ্য দহন থেকে মুক্তি পাচ্ছে না রাজ্যবাসী।
বুধবার দক্ষিণবঙ্গের কিছু কিছ এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, আসানসোল, হুগলির তারকেশ্বর, দক্ষিণ কলকাতার কিছু এলাকায় বৃষ্টির জেরে হলেও
কাটেনি অস্বস্তি।