টাকা চেয়ে হাসিন জাহানকে হুমকি ফোন! গ্রেফতার যুবক
চলতি বছরে সেপ্টেম্বর মাস থেকে লাগাতার দুটি নাম্বার থেকে হাসিন জাহানের কাছে ফোন আসতে থাকে।
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহানকে ফোনে কটুক্তি, হুমকি। হাসিনের ব্যক্তিগত ছবি এবং নম্বর সোশ্যাল সাইটে পাবলিশ করার হুমকি। এরপর যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন হাসিন জাহান। সেই অভিযোগের ভিত্তিতে দেবরাজ সরকার নামে এক যুবককে ক্যানিং থেকে গ্রেফতার করেছে পুলিস।
চলতি বছরে সেপ্টেম্বর মাস থেকে লাগাতার দুটি নাম্বার থেকে হাসিন জাহানের কাছে ফোন আসতে থাকে। তাঁকে হুমকি দেওয়া হয়। অশ্লীল ভাষায় কথা বলা হয় বলে জানান হাসিন। অভিযোগ তাঁর কাছ থেকে টাকা চেয়ে হুমকি দেওয়া হয়েছে। এমনকী টাকা না দিলে হাসিনের ফোন নম্বর এবং ব্যক্তিগত ছবি বেআইনি ওয়েবসাইটগুলিতে প্রকাশ করে দেবে।
এরপর যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন হাসিন জাহান। ওই মোবাইল ফোনের সূত্র ধরে বুধবার দেবরাজ সরকার নামে এক যুবককে গ্রেফতার করা হয় ক্যানিং থেকে। জানা গিয়েছে, এই ঘটনায় যাকে গ্রেফতার করা হয়েছে সে নাকি হাসিনের বাড়ির প্রাক্তন কাজের লোকের ছেলে। যদিও এই বিষয়টি এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন - ভারী যান উঠলেই মিলবে সংকেত, ডিসেম্বরেই খুলে দেওয়া হচ্ছে মাঝেরহাট ব্রিজ