দক্ষিণেশ্বরে পুজো দিলেন, বেলুড় মঠে ধ্যান করলেন, বার্নপুরে ইস্কোর নয়া প্ল্যান্টের উদ্বোধন মোদীর- প্রধানমন্ত্রী সফরের দ্বিতীয় দিন- LIVE UPDATE
রাজ্যে প্রধানমন্ত্রীর আজ দ্বিতীয় দিন। এক নজরে মোদীর সফরের দ্বিতীয় দিনের লাইভ আপডেট-
# আসানসোলে জনসভায় একমঞ্চে দাঁড়িয়ে, আজ একই সুরে ঐক্যের বার্তা দিলেন নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। ভিলাই-রাউরকেল্লার মতো, দুর্গাপুর-আসানসোলকেও উন্নতির শিখরে নিয়ে যেতে এদিন প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
# বেলা সোয়া এগারোটা নাগাদ প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ইস্কোর নয়া প্ল্যান্টের
# বেলুড় থেকে সরাসরি হেলিকপ্টার আসানসোলে উড়ে আসেন তিনি। সকাল ১০.৫৫ নাগাদ পৌছোন বার্নপুরে ।
# সকাল দশটা দশ নাগাদ বেলুড় মঠ থেকে হেলিকপ্টারে আসানসোলের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী। প্রায় ঘণ্টাখানেক বেলুড় মঠে কাটালেন প্রধানমন্ত্রী।
# বেলুড় মঠের আনাচ কানাচ ঘুরে দেখেন মোদীর। সময় কাটান স্বামী বিবেকানন্দের ঘরেও। এরপর মঠ প্রাঙ্গনেই ধ্যান সারেন প্রধনামন্ত্রী।
# দক্ষিণেশ্বরে দেবী দর্শন সেরে বেলুড় মঠের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী। মোদীর সঙ্গে ছিলেন রাজ্যপালও।
# ফিরে আসার আগে দক্ষিণেশ্বরের লাইব্রেরিটিও ঘুরে দেখলেন।
# বেশ কিছুটা সময় কাটান রামকৃষ্ণ পরমহংসের ঘরে। কুঠি বাড়িও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। মন্দির চত্বরে যেখানে যেখানে গিয়েছেন নরেন্দ্র মোদী, সেখানেই তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
# দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিয়ে সফরের দ্বিতীয় দিনটা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজভবন থেকে সকাল সাতটা নাগাদ রওনা হয়ে তিনি দক্ষিণেশ্বরে পৌছন। সেখানে দেবী ভবতারিণীর কাছে মোমবাতি জ্বালিয়ে পুজো দেন তিনি।