মোদীর জনতা কার্ফুর (Janta Curfew) প্রভাব, আগামিকাল কলকাতায় কম চলবে মেট্রো

এই নিয়ম নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত সব লাইনেই। রবিবার ১২৪টি ট্রেনের বদলে চলবে মাত্র ৫৪টি ট্রেন।

Reported By: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় | Updated By: Mar 21, 2020, 02:24 PM IST
মোদীর জনতা কার্ফুর (Janta Curfew) প্রভাব, আগামিকাল কলকাতায় কম চলবে মেট্রো

নিজস্ব প্রতিবেদন: রবিবার জনতা কার্ফুর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রভাব এবার মেট্রোতেও। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পরিষেবা জারি থাকলেও আগামিকাল কলকাতায় কম চলবে মেট্রো। প্রতি ৩০ মিনিট অন্তর আসবে ট্রেন। এই নিয়ম নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত সব লাইনেই। রবিবার ১২৪টি ট্রেনের বদলে চলবে মাত্র ৫৪টি ট্রেন।

আরও পড়ুন: বালিগঞ্জের করোনা আক্রান্তের পরিবারের ৪ জনকে ভর্তি করা হল বেলেঘাটা আইডিতে

করোনার প্রকোপ বাড়তেই  আতঙ্ক দেখা গিয়েছিল পাতালেও। রাতিরাতি প্রায় দেড় লক্ষ যাত্রী সংখ্যা কমে যায় কলকাতা মেট্রোয়। কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন মেট্রোয় গড় যাত্রী সংখ্যা থাকে ৭ লক্ষ। তবে এবার এক ধাক্কায় কমে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩২ হাজার। অন্যান্য দিনের তুলনায় গতকাল অনেকটাই ভিড় কম ছিল। শতাংশের নিরিখে যা ২০ শতাংশেরও বেশি। 

করোনার জেরে দিন কয়েক আগে থেকেই বাড়ি থেকে কাজের সুবিধে দিয়েছে দেশ এবং রাজ্যের বেশ কিছু সংস্থা। রাজ্য সরকারের নির্দেশে ১৫ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়ে দেওয়া হয়েছে। পিছিয়ে গিয়েছে পরীক্ষা। কাজেই বাড়ি থেকে কর্মস্থলে সাধারণ মানুষের যাতাযাত কমেছে অনেকটাই। যা প্রভাব ফেলেছে যাত্রী সংখ্যায়। 

পরিস্থিতির অবনতির কারণে আতঙ্কে কার্যত ঘরবন্দি হয়েছেন গোটা বিশ্বের মানুষ। নিরাপত্তা দিতে তৎপর প্রশাসনিক মহল। রেল থেকে বিমান, সমস্ত যাত্রী পরিষেবাও জীবানুমুক্ত রাখতে একাধিক ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। মেট্রোর কামরা পরিষ্কার রাখের কাজ শুরু হয়েছে। মেট্রোতেও চলছে জীবানুমুক্তকরণের কাজ। তবু যেন আতঙ্ক পিছু ছাড়ছে না। স্বাভাবিকভাবেই ভয়ে জুজু হয়ে রয়েছেন সাধরণ মানুষ।

 

.