সেন্সর বোর্ডের পাস করা ডায়লগ বলা কি অপরাধ, সওয়াল মিঠুনের আইনজীবীর

পাল্টা সওয়াল করেন মিঠুনের আইনজীবী মহেশ জেঠমালানি। তিনি বলেন, ওইসব ডায়লগ সিনেমার। সেগুলি সেন্সর বোর্ডের পাস করা। তা প্রকাশ্যে বলা কি অপরাধ

Updated By: Jun 25, 2021, 03:11 PM IST
সেন্সর বোর্ডের পাস করা ডায়লগ বলা কি অপরাধ, সওয়াল মিঠুনের আইনজীবীর

নিজস্ব প্রতিবেদন: ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের জেরে মামলা উঠছে কলকাতা হাইকোর্টে। সেই মামলায় মিঠুনকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে বলে দাবি করলেন সরকারি আইনজীবী। এর জন্য তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হবে।

আরও পড়ুন-কোথা থেকে 'টিকা' কেনেন ধৃত দেবাঞ্জন? Zee ২৪ ঘণ্টার অন্তর্তদন্তে চাঞ্চল্য

শুক্রবার ওই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দ জানতে চান, কী উস্কানিমূলক মন্তব্য করেছেন মিঠুন(Mithun Chakroborty)? এর জবাবে সরকারি আইনজীবী বলেন, উনি প্রকাশ্য সভায় বলেছেন, ‘‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে ’’, ‘আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি।’

আরও পড়ুন-সোমবার বিধানসভায় সর্বদল বৈঠক, BJP-র উপস্থিতি নিয়ে রয়েছে ধন্দ

সরকারি আইনজীবীর ওই মন্তব্য শুনে বিচারপতি বলেন, ওইসব মন্তব্যের জন্য কি রাজ্যে ভোট পরবর্তী হিংসা হয়েছে? জবাবে সরকারি আইনজীবী বলেন, এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে। 

অন্যদিকে, এনিয়ে পাল্টা সওয়াল করেন মিঠুনের আইনজীবী মহেশ জেঠমালানি। তিনি বলেন, ওইসব ডায়লগ সিনেমার। সেগুলি সেন্সর বোর্ডের পাস করা। তা প্রকাশ্যে বলা কি অপরাধ!

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.