সল্টলেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা

এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস।

Updated By: Mar 9, 2019, 06:40 PM IST
সল্টলেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা

নিজস্ব প্রতিবেদন : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মুর্তি ভাঙল দুষ্কৃতীরা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে সল্টলেকে। এই ঘটনায় আটক করা হয়েছে ১ জনকে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে সল্টলেকে ভারতী বিদ্যাভবন বাস স্টপের ঠিক সামনে রবীন্দ্রনাথের মূতির্টি ভাঙতে শুরু করে তিন দুষ্কৃতী। ইট দিয়ে মূর্তির একাধিক জায়গায় আঘাত করতে থাকে দুষ্কৃতীরা। দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। বেগতিক বুঝে চম্পট দেয় দুজন। একজনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন, কলকাতায় উদ্ধার বিস্ফোরকবোঝাই লরি, ধৃতদের জেরায় খোঁজ আরও ২ জনের

পরে পুলিস তাকে গ্রেফতার করে। ধৃতের নাম সুজয় মণ্ডল। পেশায় ট্যাক্সি চালক ধৃত সুজয়। এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, ধৃত সুজয় মণ্ডল বিজেপি কর্মী। যদিও তা মানতে নারাজ বিজেপি।

মূর্তি ভাঙার ঘটনায় তদন্ত শুরু করেছে বিধাননগর থানার পুলিস। অভিযুক্ত বাকি দুজনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ইটের আঘাতে মূর্তির মুখের খানিকটা জায়গা ভেঙে গর্ত হয়ে গিয়েছে।

.