Metro Rail: বড়দিন-বর্ষবরণের রাতে ভিড় সামলাতে কড়া নিরাপত্তা, অতিরিক্ত বাহিনী মোতায়েন করছে মেট্রোরেল

ড়দিন ও নববর্ষে কোভিড প্রটোকল কড়া ভাবে মেনে চলতে যাত্রীদের অনুরোধ করেছে মেট্রো কর্তৃপক্ষ

Updated By: Dec 22, 2021, 06:32 PM IST
Metro Rail: বড়দিন-বর্ষবরণের রাতে ভিড় সামলাতে কড়া নিরাপত্তা, অতিরিক্ত বাহিনী মোতায়েন করছে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদন: বড়দিন ও নববর্ষের রাতে যাত্রীর চাপ বাড়বে অনেকখানি। সেদিকে লক্ষ্য রেখে পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্য়ানেড স্টেশনে নিরাপত্তা জোরদার করছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ভিড় সামাল দিতে আগামী ২৫ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে।

মহিলা ও শিশুদের কথা মাথায় রেখে ওইসব স্টেশনে মোতায়েন করা হবে আরপিএফের মহিলা কনস্টেবল। মোতায়েন থাকবে একটি স্পেশাল টিম। ওই টিম থাকবেন একজন সাব ইনস্পেক্টর বা অ্য়াসিস্ট্য়ান্ট সাব ইনসপেক্টর, ৪ জন জওয়ান। এদের মদ্যে দুজন মহিলা। ওই টিমটি পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্য়ানেড স্টেশনে থাকবে সকাল এগারোটা থেকে শেষ মেট্রো পর্যন্ত। যে কোনও অবস্থা মোকাবিলায় কাজ করবে এই টিম।

আরও পড়ুন-রুদ্ধশ্বাস ম্যাচে Pakistan-কে বধ করে ব্রোঞ্জ জিতল Team India 

ভিড় সামাল দিতে পার্ক স্ট্রিটে মোতায়েন করা হবে এক অফিসার-সহ ৪ জওয়ানকে নিয়ে একটি টিম। এই স্টেশনকে গুরুত্ব দিয়ে মোতায়েন করা হবে অতিরিক্ত বাহিনী। 

এছাড়াও বড়দিন ও নববর্ষে কোভিড প্রটোকল কড়া ভাবে মেনে চলতে যাত্রীদের অনুরোধ করেছে মেট্রো কর্তৃপক্ষ।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.