ব্যস্ত সময়ে খুলল না মেট্রোর দরজা, স্টেশনে পৌছেও ১৬ মিনিট আটকে যাত্রীরা
ফের মেট্রোয় বিভ্রাট। ব্যস্ত সময়ে স্টেশনে পৌছেও খুলল না মেট্রোর দরজা। ১৬ মিনিট ট্রেনে আটকে থাকলেন যাত্রীরা। বুধবার বিকেলে এই ঘটনা গিরিশ পার্ক স্টেশনে।
ওয়েব ডেস্ক: ফের মেট্রোয় বিভ্রাট। ব্যস্ত সময়ে স্টেশনে পৌছেও খুলল না মেট্রোর দরজা। ১৬ মিনিট ট্রেনে আটকে থাকলেন যাত্রীরা। বুধবার বিকেলে এই ঘটনা গিরিশ পার্ক স্টেশনে।
গিরিশ পার্ক মেট্রো স্টেশনে বুধবার বিকেল ৪টে বেজে ১০ মিনিটে তখন সবে ঢুকেছে কবি সুভাষগামী মেট্রো। তবে দরজা খোলে না এসি রেকের। এভাবেই কেটে যায় প্রায় ষোল মিনিট। অনেক চেষ্টা করেও দরজা খোলা যায়নি । ৪টে বেজে ২৬ মিনিটে যাত্রীদের চালকের গেট দিয়ে নামিয়ে আনা হয়।
এরপরই ক্ষুব্ধ যাত্রীরা বিক্ষোভ দেখান গিরিশ পার্ক স্টেশনে। অবশেষে টেকনিক্যাল কর্মীদের ডেকে দরজা খোলা হয় । রেকটি ফিরিয়ে নিয়ে যাওয়া হয় নোয়াপাড়ায়।
প্রশ্ন উঠেছে,
বারবার কেন বিকল হচ্ছে মেট্রোর এসি রেক?
ঠিক মতো পরীক্ষা না করেই কি বের করা হয় এই রেকগুলি?
যদিও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে,
রেকটি পরীক্ষা করেই বের করা হয়। তাই গিরিশ পার্ক পর্যন্ত আসতে কোনও সমস্যা হয়নি।
মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, নয় মিনিটের মধ্যেই চালকের গেট দিয়ে নামিয়ে আনা হয় যাত্রীদের। তবে শহরের লাইফলাইনে চড়ে নির্দিষ্ট সময় গন্তব্যে পৌছতে না পেরে রীতিমতো ক্ষুব্ধ যাত্রীরা।