প্রকাশিত হল মাধ্যমিকের ফল, সঙ্গে প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলও। পাশের হার যথাক্রমে ৮১.৮১ শতাংশ ও ৮২.১০ শতাংশ। আজ গোটা দিন রাজ্য ভাসল সাফল্যের আনন্দে, খুশির জোয়ারে। কেউ প্রথম, কেউ দ্বিতীয় হলেন। কেউ আবার হয়ত স্টার, লেটার, কিংবা আরও বড় সাফল্যে পেলেন। এমনও হতে পারে কেউ হয়ত প্রত্যাশিত সাফল্য পেলেন না। তবু আজ সব ভুলে শুধু শুভেচ্ছা বিনিময়ের দিন।
আমাদের এই প্রতিবেদনের নীচে কমেন্ট করে আপনি আপনার বন্ধু, আত্মীয়, প্রতিবেশীদের শুভেচ্ছা জানান। লিখে জানান আমাদের আপনার/তোমার বন্ধু, কিংবা আত্মীয় স্থানীয়রা কত নম্বর পেল।
আপনার স্কুলের সর্বোচ্চ নম্বর পাওয়া ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত নম্বরও নিচে লিখুন, যাতে আমরা আমাদের চ্যানেল ও ওয়েবসাইটে দিতে পারি।

English Title: 
Message board on madhymik examination
Home Title: 

সাফল্যের শুভেচ্ছায় ২৪ ঘণ্টা.কম

No
13644
Is Blog?: 
No