পারদ নামল আরও, আজই মরশুমের শীতলতম দিন
ঘূর্ণিঝড় ভরদা এখন অতীত। আকাশ পরিষ্কার। আর তাই তরতর করে নামছে তাপমাত্রার পারদ। ক্রমশ ক্রিজে জাঁকিয়ে বসছে শীত। আপাতত তার চওড়া ব্যাটে লম্বা ইনিংসেরই ইঙ্গিত মিলছে। একধাক্কায় আজ তাপমাত্রা নামল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াসে।
Updated By: Dec 15, 2016, 10:17 AM IST
ওয়েব ডেস্ক : ঘূর্ণিঝড় ভরদা এখন অতীত। আকাশ পরিষ্কার। আর তাই তরতর করে নামছে তাপমাত্রার পারদ। ক্রমশ ক্রিজে জাঁকিয়ে বসছে শীত। আপাতত তার চওড়া ব্যাটে লম্বা ইনিংসেরই ইঙ্গিত মিলছে। একধাক্কায় আজ তাপমাত্রা নামল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াসে।
সর্বনিম্ন তাপমাত্রা ১ স্বাভাবিকের চেয়ে ডিগ্রি কম। এই মরসুমে এখনও পর্যন্ত আজই শীতলতম দিন। গতকালও পারদ ছিল ১৫ ডিগ্রির নীচে। হু হু করে বইছিল উত্তুরে হাওয়া। আজও সকাল শুরু হয় কুয়াশায় ঢেকে। সঙ্গে বেশ কাঁপুনি দিয়ে ঠান্ডা।
দেখুন, আবহাওয়াবিদরা কী বলছেন পূর্বাভাসে? কলকাতায় জাঁকিয়ে বসার পথে শীত