মানস ভুঁইঞাকে ছাড়াই আজ বিধানসভায় কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক বসছে!

মানস ভুঁইঞাকে ছাড়াই আজ বিধানসভায় কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক বসছে। PAC চেয়ারম্যান মানস জানিয়ে দিয়েছেন, আবদুল মান্নানের ডাকা বৈঠকে তিনি যাবেন না। কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বৈঠকে কংগ্রেস বিধায়করা মানস ভুঁইঞার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে পারেন। গতকালই তৃণমূলে যোগ দিয়েছেন মানস ভুঁইঞার ভাই বিকাশ ভুঁইঞা।

Updated By: Aug 26, 2016, 10:37 AM IST
মানস ভুঁইঞাকে ছাড়াই আজ বিধানসভায় কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক বসছে!

ওয়েব ডেস্ক: মানস ভুঁইঞাকে ছাড়াই আজ বিধানসভায় কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক বসছে। PAC চেয়ারম্যান মানস জানিয়ে দিয়েছেন, আবদুল মান্নানের ডাকা বৈঠকে তিনি যাবেন না। কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বৈঠকে কংগ্রেস বিধায়করা মানস ভুঁইঞার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে পারেন। গতকালই তৃণমূলে যোগ দিয়েছেন মানস ভুঁইঞার ভাই বিকাশ ভুঁইঞা।

আরও পড়ুন উয়েফার বিচারে ইউরোপের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

মানসের দল ছাড়া নিয়েও জল্পনা রয়েছে। জেলায় জেলায় কংগ্রেস নেতা-কর্মীরা যোগ দিচ্ছেন শাসকদলে। এই পরিস্থিতিতে পরিষদীয় দলের বৈঠকে অধীর চৌধুরী ঘর সামাল দেওয়ার চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে। আজ থেকে শুরু হচ্ছে বিধানসভার বিশেষ অধিবেশনে। অধিবেশনে রাজ্যের নাম পরিবর্তন, কেন্দ্রের বঞ্চনার অভিযোগ নিয়ে আলোচনা হবে।   

আরও পড়ুন  স্করপিন ডুবোজাহাজের নকশা সংক্রান্ত আরেক দফা গোপন নথি প্রকাশ!

 

.