মাংস খাওয়া নিয়ে ফেসবুকে মিথ্যা রটনার অভিযোগে লালবাজারের শরণে সেলিম

লালবাজার সাইবার সেলে অভিযোগ দায়ের সেলিমের। 

Updated By: Aug 15, 2019, 12:03 AM IST
মাংস খাওয়া নিয়ে ফেসবুকে মিথ্যা রটনার অভিযোগে লালবাজারের শরণে সেলিম

নিজস্ব প্রতিবেদন: তাঁর বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে লালবাজার সাইবার সেলে অভিযোগ দায়ের করলেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম। ফেসবুকের কাছেও অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ। 

ফেসবুকে একটি অ্যাকাউন্ট থেকে মহম্মদ সেলিমকে নিয়ে একটি পোস্ট করেছিলেন জনৈক বিজেপি কর্মী। ওই পোস্টে সেলিমবাবুর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছিল। ওই বিজেপি কর্মীর দাবি, সে দেশে একটি হিন্দু পরিবারে কাছে থাকছিলেন সেলিম। নিয়মিত গোমাংসও খাচ্ছিলেন। ওই পরিবারও বামমনস্ক। কিন্তু সেলিমকে পর্ক দেওয়াতেই বাঁধে বিপত্তি। তাঁদের ঘর ছাড়েন সিপিএম নেতা। 

ওই বিজেপি কর্মীর এহেন দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মহম্মদ সেলিম। তাঁর বিরুদ্ধে মিথ্যা রটানোর অভিযোগে লালবাজারের সাইবার সেলে দায়ের করেছেন অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখছে কলকাতা পুলিস। একইসঙ্গে ফেসবুকের কাছেও ওই অ্যাকাউন্টটি বন্ধের দাবি করেছেন সিপিএম কর্মীরা। 

আরও পড়ুন- আমি কাশ্মীরে গিয়ে কথা বলে মিটিয়ে আসব, জঙ্গলমহল শান্ত করার নজির তুলে বার্তা মমতার

Tags:
.