মহাকরণে মাস্টার প্যারেড

দীর্ঘদিন ধরেই ফাইলে মুখ গুঁজে কাজ করেছেন, বা কন্ট্রোল রুমের দায়িত্ব সামলেছেন। কিন্তু এবার তাঁদেরই মুখোমুখি হতে হচ্ছে শারিরীক পরীক্ষার। শনিবার খোদ মহাকরণেই মাস্টার প্যারেডে অংশ নিতে হল স্বরাষ্ট্র দফতরের পুলিসকর্মীদের। ডাইরেক্টরেটের কর্মীদেরও প্যারেডে অংশ নিতে হয়েছে।

Updated By: Mar 31, 2012, 03:18 PM IST

দীর্ঘদিন ধরেই ফাইলে মুখ গুঁজে কাজ করেছেন, বা কন্ট্রোল রুমের দায়িত্ব সামলেছেন। কিন্তু এবার তাঁদেরই মুখোমুখি হতে হচ্ছে শারিরীক পরীক্ষার। শনিবার খোদ মহাকরণেই মাস্টার প্যারেডে অংশ নিতে হল স্বরাষ্ট্র দফতরের পুলিসকর্মীদের। ডাইরেক্টরেটের কর্মীদেরও প্যারেডে অংশ নিতে হয়েছে।
দীর্ঘদিন ধরেই মহাকরণের স্বরাষ্ট্র দফতরের অধীনে কাজ করে চলেছেন এমন অনেক পুলিসকর্মী যাঁদের কোনওদিন পুলিসের পোশাকই পরতে হয়নি। চাকরিতে ঢোকার সময় শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হয়েছিল। তারপর প্রায় সবটাই কাগজ কলমের কাজকর্ম করতে হয়েছে।  এতদিন পর হঠাত্‍‍‍ করে প্যারেডে অংশ নিতে হওয়ায় স্বভাবতই অস্বস্তিতে পড়েছেন পুলিসকর্মীরা। নিয়ম অনুসারে ব্যাটেলিয়েনে সপ্তাহে দুদিন এবং জেলায় প্রতি সোমবার এই মাস্টার প্যারেড হওয়ার কথা। যদিও তা হয় না। সেখানে মহাকরণে মাস্টার প্যারেড নিয়ে আশ্চর্য রাজ্যের অনেক পুলিস কর্তাই।

Tags:
.